ব্যাঙ্কক বেড়িয়ে ফেরার সময় ২৫ কোটি টাকা মূল্যের গাঁজা নিয়ে ফিরছিলেন ভারতীয় যুবক। ব্যাঙ্কক থেকে দিল্লিগামী উড়ানে উঠে পড়েছিলেন সকলের চোখে ধুলো দিয়ে। কিন্তু ছক ভেস্তে গেল দিল্লি বিমানবন্দর থেকে বেরোনোর সময়। শুল্ক বিভাগের আধিকারিকদের হাতে পাকড়াও হলেন বছর পঁচিশের এক যুবক। বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মাদক।
রবিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২১ অগস্টের। এক যুবক ব্যাঙ্কক থেকে বিমানে করে আসছিলেন দিল্লি। ওই বিমানটি সিঙ্গাপুর হয়ে আসে। নামার পরে যাত্রীদের দুটো লাইনে দাঁড় করানো হয়েছিল তাঁদের ব্যাগপত্র দেখার জন্য। সেই সময় এক জন যাত্রী পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে দাঁড়াতে বলা হয়েছিল। পালানো যাবে না বুঝে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়েন সেই যুবক। তাঁর সঙ্গে ছিল দুটো ঢাউস ট্রলি। একটি নীল রঙের এবং অন্যটি ধূসর।
অভিযোগ, দুটো ট্রলি ব্যাগই মাদকে ভর্তি ছিল। মোট ২৫টি ছোট ছোট পলিব্যাগ ছিল ওই দুটো ট্রলিতে। কালো রঙের ওই প্লাস্টিকের প্যাকেটগুলোর প্রত্যেকটিতে গাঁজা ভরা ছিল।
আরও পড়ুন:
দুটো ব্যাগ থেকে বার করা গাঁজার ওজন দাঁড়ায় ২৪৮১৪ গ্রাম। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। পরীক্ষা করে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের মূল্য ২৪ কোটি ৮০ লক্ষ টাকা। ট্রলির মালিক তথা ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে, বড় কোনও মাদকচক্রের সঙ্গে যুক্ত তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।