বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবার সূত্রে খবর, এক বছর আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে ৪০ বছরের প্রশান্ত নায়ারের। সেই স্ত্রীর সঙ্গে ফোন ঝগড়া হয়েছিল। পুলিশ মনে করছে, সে কারণেও চরম পদক্ষেপ করে থাকতে পারেন যুবক।
প্রশান্ত বেঙ্গালুরুর একটি প্রযুক্তি সংস্থায় উচ্চপদে চাকরি করতেন। তাঁর স্ত্রী পূজা নায়ারও বেঙ্গালুরুরই একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। দু’জনের আট বছরের এক কন্যাও রয়েছে। ডিসিপি (উত্তর বেঙ্গালুরু) সাইদুলু আদবত জানিয়েছেন, পূজার বিরুদ্ধে স্বামীকে হেনস্থা করার কোনও অভিযোগ নেই। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়েছে। তার পর থেকে দু’জনে আলাদাই থাকতেন।
আরও পড়ুন:
পুত্রের মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রশান্তের বাবা। তিনি জানিয়েছেন, গত শুক্রবার পূজার সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর পুত্রের। তার পরে প্রশান্তকে অনেক বার ফোন করলেও সাড়া পাননি। শেষে প্রশান্তের বেঙ্গালুরুর বাড়িতে যান তিনি। সেখানেই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। তাঁর মতে, দাম্পত্য কলহের কারণে প্রশান্ত আত্মঘাতী হয়েছেন। তবে কারও বিরুদ্ধে তিনি সন্দেহ প্রকাশ করেননি বা অভিযোগও দায়ের করেননি।