Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Love Story

‘বিয়ে না করলে বিষ খাব’! অফিসে ঢুকে প্রেমিককে টানতে টানতে মন্দিরে নিয়ে গেলেন প্রেমিকা

যুবকের নাম রোহিত কুমার। আর ওই তরুণী নাম করিশ্মা। স্থানীয় সূত্রে খবর, দু’বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল।

Love story

প্রেমিকের অফিসে হাজির প্রেমিকা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভাগলপুর শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১২:৪০
Share: Save:

অফিসের ভিতরে হন্তদন্ত হয়ে ঢুকেছিলেন এক তরুণী। এক যুবকের সামনে গিয়ে হাজির হন। তরুণীকে দেখেই থতমত খেয়ে‌ গিয়েছিলেন যুবক। কিছু বলে ওঠার আগেই তাঁর কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে অফিসের বাইরে নিয়ে এলেন তরুণী। এই অবস্থা দেখে অফিসের অন্য কর্মীরা তো অবাক! কী হচ্ছে ব্যাপারটা তা দেখার জন্য বেরিয়ে আসেন।

তত ক্ষণে রণমূর্তি ধারণ করেছিলেন ওই তরুণী। যুবকের কলার ধরে ঝাঁঝালো গলায় বলে উঠলেন, “আমাকে বিয়ে করবে কি না বলো? বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করব।” এই কথোপকথনের মধ্যে বিষয়টি তখন ওই যুবকের সহকর্মীদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল।

যুবক কিছু বলার চেষ্টা করতেই আবার ঝাঁঝালো গলায় তরুণী বলে ওঠেন, “আমাকে বিয়ে করতেই হবে।” তার পরই যে ভাবে অফিস থেকে কলার ধরে যুবককে টেনে বার করেছিলেন, ঠিক সেই ভাবেই কলার ধরে তাঁকে মন্দিরে নিয়ে যান তরুণী। ঘটনাটি বিহারের ভাগলপুরের মধুসূদনপুর থানা এলাকার ভাতোড়িয়া গ্রামের।

যুবকের নাম রোহিত কুমার। আর ওই তরুণী নাম করিশ্মা। স্থানীয় সূত্রে খবর, দু’বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু করিশ্মা যখন বিয়ে করার জন্য রোহিতকে চাপ দেওয়া শুরু করেন, তাঁর সিঁথিতে রোহিত সিঁদুর পরিয়ে দেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু সেই বিয়ে রোহিতের বাড়ির লোক মানতে চাননি। অভিযোগ, করিশ্মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন তাঁরা। এর পরই রোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন করিশ্মা।

সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন রোহিত। বেশ কয়েক মাস আগে জামিনে মুক্তি পান তিনি। একটি জায়গায় কাজেও ঢোকেন। অভিযোগ, রোহিত জামিনে মুক্তি পেতেই আবার করিশ্মা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়া শুরু করেন। কিন্তু রোহিত তাতে রাজি হচ্ছিলেন না। এর পরই রোহিতের অফিসে যান করিশ্মা। কলার ধরে অফিস থেকে টেনে বার করে বুদ্ধনাথ মন্দিরে নিয়ে যান। তার পর হুঁশিয়ারি দেন, তাঁকে যদি রোহিত বিয়ে না করেন, তা হলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এই খবর পুলিশের কাছে পৌঁছতেই তারা মন্দিরে হাজির হয়। জিজ্ঞাসাবাদের জন্য রোহিত এবং করিশ্মাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়। দু’জনের পরিবারকে ডেকে পাঠায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Love Story Bhagalpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE