Advertisement
২০ এপ্রিল ২০২৪

বায়ুসেনার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে

একসঙ্গে ২,৫০০ লিটার জল ধরতে পারে ‘বাম্বি বাকেট’। এটি একটি অতিকায় বালতি যা যমুনার জলাধারে ডুবিয়ে জল ভরে এনে আগুনের উপরে খালি করে দেয় সেনার কপ্টার।

আগুন নেভানোর পর। ছবি— পিটিআই।

আগুন নেভানোর পর। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০৩:৫০
Share: Save:

প্রথমে ৩০টি। তার পরে ঘটনাস্থলে যায় ৮০টি দমকলের ইঞ্জিন। তবু মঙ্গলবার বিকেলে দিল্লির মালব্য নগরের রবার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শেষমেশ বুধবার ভোরে সাহায্য চাওয়া হয় বায়ুসেনার। কাজে লাগানো হয় ‘বাম্বি বাকেট’ প্রযুক্তি যুক্ত বায়ুসেনার এমআই ১৭ হেলিকপ্টার। ঘণ্টা ২০ পরে নিয়ন্ত্রণে আসে আগুন।

গত কাল বিকেল পাঁচটা নাগাদ প্রথমে আগুন লাগে একটি ট্রাকে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে পাশের রবারের কারখানায়। দিল্লির প্রধান দমকল অফিসার অতুল গর্গ বলেন, ‘‘সাম্প্রতিক কালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি দিল্লি। একা দমকলের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দেখে বায়ুসেনার কাছে সাহায্য চাওয়া হয়।’’ প্রথমে একটি কপ্টার এসে ঘটনাস্থল রেইকি করে যায়। তার পরে আসে ‘বাম্বি বাকেট’ প্রযুক্তি-সহ এমআই ১৭ কপ্টারটি। একসঙ্গে ২,৫০০ লিটার জল ধরতে পারে ‘বাম্বি বাকেট’। এটি একটি অতিকায় বালতি যা যমুনার জলাধারে ডুবিয়ে জল ভরে এনে আগুনের উপরে খালি করে দেয় সেনার কপ্টার।

অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের খবর নেই। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী চোট পেয়েছেন। প্রচুর জল খরচ হয়ে গিয়েছে বলে বৃহস্পতিবার দক্ষিণ দিল্লিতে জল সরবরাহ কম থাকবে বলে জানিয়েছে দিল্লির জল বোর্ড। আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, ‘‘এই সব আবাসিক এলাকায় কিছু অবৈধ কারখানা রয়েছে। অবহেলা করলে এমন দুর্ঘটনা ফের ঘটতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Air Force Malviya Nagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE