ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল হিমাচল প্রদেশের সিরমৌরের এক সরকারি স্কুলে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গণিতের শিক্ষক। ছাত্রীদের অভিযোগ, অনেক দিন ধরেই তাঁদের সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন ওই শিক্ষক। সম্প্রতি স্কুলে ‘শিক্ষা সংবাদ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানায় ছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের কাছে তারা লিখিত ভাবে অভিযোগ জমা দিতেই বিষয়টি প্রকাশ্যে আসে। আর তার পরই এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় ওই স্কুলে।
পুলিশ জানিয়েছে, সিরমৌরের ওই সরকারি স্কুলে ২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীদের ওই শিক্ষক যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই স্কুল থেকে অভিভাবকদের ডেকে পাঠানো হয়। অভিভাবকদের দাবি, তাঁরা এই বিষয়ে কোনও কিছুই জানতেন না। তবে তাঁদের সন্তানদের সঙ্গে এই ধরনের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তা-ই নয়, শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবিও তোলেন তাঁরা। বিক্ষোভ এবং প্রতিবাদ বাড়তে থাকায় স্কুল কর্তৃপক্ষের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। অভিভাবকেরাও আলাদা ভাবে অভিযোগ দায়ের করেন। তার পরই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে সাসপেন্ড করেছে স্কুলও।
স্কুল শিক্ষা দফতর বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিক শিক্ষা অধিকর্তাকে এই বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। সিরমৌরের অতিরিক্ত পুলিশ সুপার যোগেশ রোল্টা জানিয়েছেন, ছাত্রীদের বয়ান রেকর্ড করা হবে।