প্রতিরোধের মুখে যোগী আদিত্যনাথের সরকার। অবৈধ কসাইখানা বন্ধের যে সিদ্ধান্ত উত্তরপ্রদেশের নতুন মন্ত্রিসভা নিয়েছে, তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন মাংস ব্যবসায়ীরা। আগামী কাল অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এই ধর্মঘট শুরু হচ্ছে। মাছ ব্যবসায়ীরাও ধর্মঘটে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানা যে চলতে দেওয়া হবে না, তা বিজেপি নিজেদের নির্বাচনী ইস্তেহারেই জানিয়ে দিয়েছিল। সরকার গঠনের পর যোগী আদিত্যনাথ সেই প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটতে শুরু করেছেন। কিন্তু অবৈধ কসাইখানাগুলির বিরুদ্ধে প্রশাসনিক অভিযানের পাশাপাশি বেশ কিছু বৈধ কসাইখানাও কট্টরপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছে বলে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে খবর আসছে। তবে মাংস বিক্রেতাদের প্রতিবাদ শুধু বৈধ কসাইখানা আক্রান্ত হওয়ার বিরুদ্ধে নয়। অবৈধ কসাইখানার বিরুদ্ধে অভিযানও মানতে নারাজ মাংস ব্যবসায়ীরা।
লখনউ বকরা গোস্ত ব্যাপার মণ্ডলের নেতা মুবিন কুরেশি বলেছেন, ‘‘আমরা আগামী কাল থেকে জোরদার ধর্মঘট শুরু করছি। সব মাংসের দোকান বন্ধ থাকবে। মাছ বিক্রেতারাও আমাদের সমর্থন জানিয়ে ধর্মঘটে সামিল হচ্ছেন।’’
উত্তরপ্রদেশে অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করছেন মাংস বিক্রেতারা।
রাজ্যের সর্বত্র মাছ এবং মাংসের দোকান বন্ধ থাকলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য এই ধর্মঘট চলবে বলে যে ভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে গোটা উত্তরপ্রদেশে আমিষ পদের আকাল দেখা দিতে পারে।