‘মোদীজি, মোদীজি, মোদীজি...’— টানা ২৪ ঘণ্টা এই ভাবে মোদী-নাম জপ করলেন ইউটিউবার আনমোল বাকায়া। আর তাতেই এক লাফে দু’হাজার থেকে আট হাজার হয়ে গিয়েছে আনমোলের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা।
গত বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন। সেই দিনেই মোদীকে শ্রদ্ধা জানাতে তিনি এমন জপ শুরু করেন সকাল থেকে। সেটা টানা চলে পরের দিন শুক্রবার সকাল পর্যন্ত। গোটা সময়টাই ইউটিউবে চলে লাইভ স্ট্রিমিং। দেখার লোকও পেয়েছেন। লাইকের পাশাপাশি মিলেছে অনেক ডিসলাইকও।
কেন এমন করলেন? ভিডিওর সঙ্গে সেটা লিখেছেন ইউটিউবার আনমোল। জানিয়েছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ, ভাল অনেক কিছু শুনলেও ব্যক্তিগত ভাবে তিনি শ্রদ্ধা করেন নরেন্দ্র মোদীকে। আনমোল লিখেছেন, ‘‘দেশের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন, তার জন্য তাঁকে সমর্থন জানাতে এবং শ্রদ্ধা প্রকাশের জন্যই এই ভাবনা।’’