Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চা বিক্রি করেন যোগী আদিত্যনাথের দিদিও

বিজেপির অন্দরে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথের রেষারেষি নিয়ে যতই জল্পনা ছড়াক, চা কিন্তু মিলিয়ে দিয়েছে দুই প্রভাবশালী রাজনীতিককে।এ বার প্রকাশ্যে এল, যোগীর দিদি শশী দেবী এখনও চা বিক্রি করে দিন গুজরান করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হৃষীকেশ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৩:৫৮
Share: Save:

বিজেপির অন্দরে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথের রেষারেষি নিয়ে যতই জল্পনা ছড়াক, চা কিন্তু মিলিয়ে দিয়েছে দুই প্রভাবশালী রাজনীতিককে।

বিষয়টা কী? এত দিন মোদীর চা বিক্রির গল্প কানে এসেছে গোটা দেশের। এ বার প্রকাশ্যে এল, যোগীর দিদি শশী দেবী এখনও চা বিক্রি করে দিন গুজরান করেন।

সাত ভাই-বোনের সাধারণ পরিবারকে বিদায় জানিয়ে ২২ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে গোরক্ষপুরে চলে আসেন অজয় সিংহ বিস্ত। নাম বদলে হয়ে ওঠেন যোগী আদিত্যনাথ। তার পরে যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মসনদে বসেছেন যোগী। কিন্তু দিদি এখনও সাধারণ চা বিক্রেতা। উত্তরাখণ্ডের হৃষীকেশে নীলকণ্ঠ মন্দির ও ভুবনেশ্বরী মন্দির (পার্বতী মন্দির নামেও পরিচিত) লাগোয়া দোকান রয়েছে শশীর। সেখানে চায়ের পাশাপাশি পকোড়া এবং পুজোর সামগ্রী বিক্রি করেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই বেকার যুবকদের পকোড়া বিক্রির পরামর্শও দিয়েছিলেন মোদী।

আরও পড়ুন: মাতৃভাষা নিয়ে বিতর্ক মেঘালয়ে

শশী দেবীর স্বামী পূরণ সিংহ এক সময় গ্রাম প্রধানও ছিলেন। দীর্ঘ সময় ভাইয়ের সঙ্গে দেখা না হলেও শশীর ইচ্ছে, উত্তরাখণ্ডের মানুষের জন্যও কাজ করুন তাঁর ভাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE