Advertisement
১৯ মে ২০২৪
Taj Mahal

শাহজাহানের মতো স্ত্রী-র স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেলেছেন ইনিও

তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালবাসায় তৈরি এই স্মৃতিসৌধ নির্মাণ করে চির প্রসিদ্ধ হয়ে রয়েছেন সম্রাট শাহজাহান। ভালবাসার মরসুমে এমনই এক শাহজাহানের খোঁজ মিলল এ দেশে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ‘শাহজাহান’য়ের নাম ফইজুল হাসান কাদরি, বয়স ৭৭।

তিনিও শাহজাহান...

তিনিও শাহজাহান...

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৫
Share: Save:

তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালবাসায় তৈরি এই স্মৃতিসৌধ নির্মাণ করে চির প্রসিদ্ধ হয়ে রয়েছেন সম্রাট শাহজাহান। ভালবাসার মরসুমে এমনই এক শাহজাহানের খোঁজ মিলল এ দেশে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ‘শাহজাহান’য়ের নাম ফইজুল হাসান কাদরি, বয়স ৭৭। এক সময় তিনি ছিলেন পোস্টমাস্টার। নিজের বাড়ির ছাদ থেকেই তিনি দেখতে পান শাহজাহানের ভালবাসার প্রমাণ, তাজমহল। সেই ফইজুল স্ত্রী তাজাম্মুলি বেগমের স্মৃতিতে তৈরি করে ফেলেছেন আর এক তাজমহল। বুলন্দশহরের লোকজন যাকে বলে ‘মিনি তাজমহল’।

স্ত্রীর স্মৃতিতে ফইজুলের তাজমহল

ফইজুলদের কোনও সন্তান ছিল না। মৃত্যুর সময়ে বিছানায় স্ত্রী বলেন, “আমাদের নাম বহন করার মতো কেউ নেই, নেই কোনও স্মৃতি।” আর সেই দিনই তিনি ঠিক করে ফেলেন এমন কিছু একটা করবেন যা দেশবাসী মনে রাখবে।

মিনি তাজমহল

তিল তিল করে জমানো টাকা দিয়ে তিনি তৈরি করেছেন এই স্মৃতিসৌধ। পেনশনের কিছু টাকাও এর পিছনে ঢেলে দিয়েছিলেন। প্রথমে ৬ লক্ষ টাকা দিয়ে জমি কেনেন ফইজুল কাদরি। সেই জমিতে ৩ লক্ষ টাকা দিয়ে তৈরি করেন এই মিনি তাজমহল। এখন প্রায় বছরে এক লক্ষ টাকার কাছাকাছি খরচা করেন ভালবাসার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণে। কাদরি ২০১২ সাল থেকে নিজের হাতেই গড়ছেন এই মিনি তাজমহল। প্রত্যেক দিন আট ঘণ্টার কাছাকাছি কাজ করেন তিনি। জীবনের শেষ পর্যায়ে এসে এসবই তিনি সম্ভব করেছেন কেবল ভালবাসার জন্য। বেঁচে থাকতে থাকতে তিনি এই তাজমহলের সম্পূর্ণ রূপটি দেখে যেতে চান। আপাতত সিমেন্ট বালি দিয়েই গাঁথা হচ্ছে এই মহল। ফইজুলের আশা, ভবিষ্যতে আরও আধুনিক করে ফেলবেন তাঁর সাধের তাজমহলকে।

আরও পড়ুন- ভারত-পাক সীমান্তের বেড়া বরাবর ২০ মিটার সুড়ঙ্গ মিলল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taj Mahal Mini Taj Mahal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE