বন্ধুদের সঙ্গে স্পাইসজেটের বিমানে চেপে হইহই করে গোয়া থেকে মুম্বই ফিরছিলেন যুবক। বিমানে উঠে নরম পানীয় আর বাদামও কিনেছিলেন। কিন্তু পানীয়ে কয়েক চুমুক দিতেই বিপত্তি! কিছু ক্ষণের মধ্যেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হল তাঁর। শেষে পরিস্থিতি এমন দাঁড়াল যে তড়িঘড়ি ব্যক্তিকে নিয়ে যাওয়া হল হাসপাতালে!
টাইম্স অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্পাইসজেটের গোয়া থেকে পুণেগামী এসজি-১০৮০ বিমানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অভিজিৎ ভোঁসলে। মহারাষ্ট্রের আউন্ধের বাসিন্দা অভিজিৎ ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে গোয়া থেকে ফিরছিলেন তিনি। বসেছিলেন বিমানের ৯সি নম্বর সিটে। সন্ধ্যা ৭টার কিছু ক্ষণ পর বিমান আকাশে ওড়ে। তার মিনিট ১৫ পর যাত্রীদের জলখাবার পরিবেশন করতে শুরু করেন কেবিন ক্রু-রা। সে সময়েই নরম পানীয়ের একটি ক্যান কেনেন অভিজিৎ। সঙ্গে কেনেন বাদামও। এর পরেই বিপত্তি! অভিজিতের কথায়, ‘‘পানীয়ে কয়েক চুমুক দেওয়ার পরেই গলায় জ্বালা অনুভব করি। যত চুমুক দিতে থাকি, জ্বালা আরও বাড়ছিল। কিছু ক্ষণের মধ্যে পেটেও অসহ্য ব্যথা শুরু হয়।’’ শেষমেশ হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
একই বিমানে ছিলেন অভিজিতের বন্ধুরাও। তাঁরা বলছেন, পরীক্ষা করতেই ওই পানীয়ে বেশ কয়েকটি ধারালো ধাতব টুকরো পাওয়া যায়। বিমানকর্মীদের সামনেই ক্যান থেকে পানীয় ঢেলে তাঁরা দেখেন, তাতে ভাসছে ছোট ছোট ধাতুর টুকরো। তাঁদের দাবি, তাঁরা প্রমাণ হিসাবে ক্যানটি তাঁদের কাছে রাখতে চাইলেও তাতে রাজি হননি বিমানকর্মীরা। তাঁদের কাছ থেকে ক্যানটি কেড়ে নেওয়া হয়। তবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ বিমান অবতরণের পর বিমান কর্তৃপক্ষের তরফেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর অসুস্থ অভিজিৎকে। খানিক সুস্থ হয়ে ওঠার পর ঘটনায় স্পাইসজেট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন:
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে স্পাইসজেটও। সংস্থার এক মুখপাত্র বলেন, ‘‘আমাদের বিমানে কৌটোজাত এবং বোতলজাত নানা নরম পানীয় বিক্রি করা হয়। সেগুলি সিল করা অবস্থাতেই পরিবেশন করা হয় যাত্রীদের।’’ তিনি আরও জানিয়েছেন, বিমান সংস্থার তরফেই ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার সমস্ত খরচও দিয়েছিল বিমান সংস্থা। কিন্তু অভিজিতের গলা, বুক এবং পেটের এক্স-রে করে কোনও ধাতব টুকরো মেলেনি। উপস্থিত ডাক্তার এন্ডোস্কোপি করার পরামর্শ দিলেও তাতে রাজি হননি ওই যাত্রী। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।