আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালুর অনুমতি দিল কেন্দ্র। আজ কেন্দ্রের তরফে আনলক-৪ এর নির্দেশিকা জারি করে মেট্রো চালুর বিষয়ে জানানো হয়েছে। যদিও কী ভাবে চালানো হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
অন্য দিকে স্কুল কলেজ, সুইমিং পুল, ইন্ডোর থিয়েটার সিনেমা হল এই পর্বেও খুলছে না বলে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ২১ সেপ্টেম্বরের পর থেকে অনলাইন শিক্ষাদানের জন্য ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাকে স্কুল-কলেজে আসার অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট রাজ্য। এ ছাড়া শিক্ষকদের পরামর্শ নিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্বেচ্ছায় স্কুলে যেতে পারবে। তবে তার জন্য অভিভাবকদের লিখিত অনুমতি থাকতে হবে। ওপেন এয়ার থিয়েটারে বা মুক্তাঙ্গনে নাটকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বরের পর থেকে। পাশাপাশি সামাজিক জমায়েতে লোকজনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হচ্ছে। যদিও তা পুরোপুরি করোনাভাইরাস বিধি মেনেই করতে হবে।
কিন্তু কেন্দ্র মেট্রো চালানোর ঘোষণা করলেও তা নিয়ে এখনও স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়নি। কী ভাবে মেট্রো চালানো হবে, যাত্রীদের কী করণীয়, সে সব বিষয় পরে জানানো হবে বলে জানানো হয়েছে। আনলক ৪ নির্দেশিকায় বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে সর্বসাধারণের জন্য ধাপে ধাপে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রো চালু করার অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় আবাসন মন্ত্রক, রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। মেট্রো কর্তৃপক্ষকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জানানো হবে এবং যাত্রীদের জন্য নির্দেশিকা পরে প্রকাশিত হবে।