কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। এত দিন সেখানেই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ দফতর।
এ বার নর্থ ব্লক ও সাউথ ব্লক থেকে স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের দফতর সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গেল। মোদী সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১০টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নর্থ ব্লক ও সাউথ ব্লকে সংগ্রহশালা তৈরি হবে। স্বাধীনতার পরে তৈরি শাস্ত্রী ভবন, নির্মাণ ভবন একে একে ভাঙা পড়বে। আপাতত তিন নম্বর সচিবালয় ভবনে স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রকের জন্য বিভিন্ন ঘর বরাদ্দ করা হয়েছে। নর্থ ব্লক থেকে স্বরাষ্ট্র মন্ত্রক ও সাউথ ব্লক থেকে বিদেশ মন্ত্রকের বিভিন্ন দফতর সেখানে সরে যাবে। অন্যান্য ভবন থেকে তেল ও গ্যাস মন্ত্রক, ছোট-মাঝারি শিল্প, গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতরও সরে যাবে।
সরকারি সূত্রের খবর, অগস্ট মাসের মধ্যেই নতুন তৈরি সচিবালয় ভবনে স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রক সরিয়ে ফেলা হবে। তার পরে কৃষি ভবন, শাস্ত্রী ভবন, উদ্যোগ ভবন, নির্মাণ ভবন ও জাতীয় জাদুঘর ভাঙা পড়বে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের জন্য এই ভবনগুলি স্বাধীনতার পরে প্রায় ষাট বছর আগে তৈরি হয়েছিল। সেখানে নতুন সচিবালয় ভবন তৈরি হবে। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হয়ে গিয়েছে। উপরাষ্ট্রপতি সেখানেই থাকছেন। সাউথ ব্লক সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির কাজ চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)