Advertisement
১১ মে ২০২৪

কলকাতায় আসার ভিসা পাননি সাত পাক কূটনীতিক, অভিযোগ

জটিলতা ছিল ভারত-পাক ম্যাচ নিয়েই। ধর্মশালায় নিরাপত্তার প্রশ্ন ওঠায় সেই ম্যাচ কলকাতায় নিয়ে এসে সেই জটিলতা কাটে। কিন্তু, মঙ্গলবার নতুন করে জটিলতা তৈরি হল সেই খেলাকে কেন্দ্র করেই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৮:৫৫
Share: Save:

জটিলতা ছিল ভারত-পাক ম্যাচ নিয়েই। ধর্মশালায় নিরাপত্তার প্রশ্ন ওঠায় সেই ম্যাচ কলকাতায় নিয়ে এসে সেই জটিলতা কাটে। কিন্তু, মঙ্গলবার নতুন করে জটিলতা তৈরি হল সেই খেলাকে কেন্দ্র করেই।

আগামী ১৯ মার্চ ইডেনে খেলা। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছে। সেই খেলা দেখতে সাত জন পাক কূটনীতিকের কলকাতায় আসার কথা ছিল। এ দিন পাকিস্তান অভিযোগ করেছে, ভারতের বিদেশ মন্ত্রক ওই সাত জনের ভিসার অনুমতি দেয়নি। মন্ত্রক সূত্রের খবর, ভিসা ব্যাপারটি জাতীয় নিরাপত্তার স্বার্থেই ভীষণ সংবেদনশীল। অনেক কিছু খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়।

পঠানকোট কাণ্ডের পর থেকে এমনিতেই দু’দেশের সম্পর্ক বেশ টানটান। বিভিন্ন পাক জঙ্গি সংগঠন প্রায় প্রতি দিনই ভারতকে হুমকি বার্তা পাঠাচ্ছে। এমনকী, সীমান্ত সংঘর্ষও প্রায় লেগেই থাকে। এর মধ্যে আগামী কয়েক দিনের মধ্যেই নেপালে দু’দেশের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ছিলা-টানটান এমন পরিস্থিতিতে পাক কূটনীতিকদের ভিসা না দেওয়াটা বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

আরও খবর

ভারত-পাক ম্যাচের দিন ইডেনে সচিন, আক্রমরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Visa wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE