মহিলাকে অপহরণের চেষ্টা। ছবি: টুইটার।
জিম থেকে বেরিয়ে গাড়ি উঠে বসতেই চার দুষ্কৃতী অপহরণের চেষ্টা করল এক মহিলাকে। যদিও মহিলার তৎপরতায় শেষমেশ তাঁকে ছেড়ে দিয়েই চম্পট দেয় তারা। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরে।
এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জিমের সামনে ২টি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে। কিছু ক্ষণ পর এক মহিলা ওই ২টির মধ্যে একটি গাড়িতে উঠলেন। আগে থেকেই জিমের সামনে ২ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। মহিলা গাড়িতে উঠতেই ওই ২ জন দৌড়ে তাঁর গাড়িতে উঠে বসেন। পরে আর ২ জন এসে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। কয়েক মিনিটের মধ্যেই আবার ওই ৪ জনকে গাড়ির দরজা খুলে এ দিক-ও দিক পালিয়ে যেতে দেখা যায়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
#WATCH | Caught On Camera: Miscreants tried to kidnap a woman in Haryana's Yamuna Nagar city yesterday
— ANI (@ANI) January 1, 2023
After doing gym, the woman sat in her car. 4 people came & entered her car & tried to kidnap her. One accused has been caught. Probe underway: DSP Kamaldeep Singh, Yamuna Nagar pic.twitter.com/XvuN22yfWy
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা গাড়িতে উঠতেই ৪ দুষ্কৃতী গাড়িতে উঠে মহিলাকে অপহরণের চেষ্টা করেন। কিন্তু মহিলা চিৎকার করে বাঁচানোর জন্য সাহায্য চাইলে বেগতিক দেখে তাঁকে ছেড়ে পালিয়ে যান দুষ্কৃতীরা। যমুনানগরের ডেপুটি পুলিশ সুপার কমলদীপ সিংহ বলেন, “এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৩ জনের খোঁজ চলছে। মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই ৪ জনের বিরুদ্ধে।”
কিন্তু মহিলাকে কেন অপহরণ করা হচ্ছিল, সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে ধৃতকে জেরার পাশাপাশি মহিলার কাছ থেকেও এ বিষয়ে জানার চেষ্টা চলছে বলে ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy