নির্বাচনী কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক প্রতিরোধ গড়তে মমতা বন্দ্যেপাধ্যায়-সহ ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা স্ট্যালিনের দাবি, কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে কেন্দ্র।
চিঠিতে স্ট্যালিন বলেছেন, ১৯৫২, ১৯৬৩ ও ১৯৭৩ সালে কেন্দ্রের সীমা পুনর্বিন্যাস হয়েছিল। কিন্তু ১৯৭৬ সালে সংশোধনীর মাধ্যমে ২০০০ সালের পরে হওয়া প্রথম জনগণনা পর্যন্ত সীমা পুনর্বিন্যাসের প্রক্রিয়া বন্ধ রাখা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জনসংখ্যার নিরিখে অসামঞ্জস্য বজায় থাকায় ফের সংশোধনীর মাধ্যমে ২০২৬ সালের পরে হওয়া প্রথম জনগণনা পর্যন্ত সীমা পুনর্বিন্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্ট্যালিনের দাবি, ২০২১ সালের জনগণনা হয়নি। যে সীমা পুনর্বিন্যাস ২০৩১ সালের জনগণনার পরে হওয়ার কথা তা এখনই করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। ফলে স্ট্যালিনের দাবি, এর ফলে যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সফল হয়েছে সেগুলি অবিচারের শিকার হচ্ছে।
তাঁর দাবি, নির্বাচনী কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর আটটি আসন কমে যাবে। রাজনীতিকদের একাংশের মতে, আসন সংখ্যা বাড়লেও উত্তর ভারতের মতো হারে আসন বাড়ার সম্ভাবনা নেই দক্ষিণে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বাড়লেও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সংসদে বরাদ্দ আসনের হার একই রাখা হবে। কিন্তু সে কথা মানতে রাজি নন স্ট্যালিন।
কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে একটি যৌথ কমিটি তৈরি করতে চান স্ট্যালিন। সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্য কয়েকটি রাজ্যের বিভিন্ন দলের নেতাদের লেখা চিঠিতে সেই প্রস্তাব জানিয়েছেন তিনি। পাশাপাশি ২২ মার্চ চেন্নাইয়ে সেই কমিটির প্রথম বৈঠকও করার প্রস্তাব দিয়েছেন তিনি। কমিটিতে প্রতিনিধিত্বের জন্য প্রত্যেক দলকে এক জন প্রবীণ নেতাকে নিয়োগ করার অনুরোধও করেছেন স্ট্যালিন। চিঠির প্রাপকদের তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে ওড়িশা, পঞ্জাব, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, পঞ্জাব। তাৎপর্যপূর্ণ ভাবে কয়েকটি রাজ্যের প্রদেশ বিজেপিকেও চিঠি পাঠিয়েছেন স্ট্যালিন।
সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)