Advertisement
০৪ মে ২০২৪

ফেরত যান পাক শিল্পীরা: এমএনএস

এ দেশের সীমান্ত ছাপিয়ে বলিউডি সিনেমার দাপট ইসলামাবাদ, ঢাকা, কাবুলেও। দেশে-দেশে সংঘাত ছাপিয়ে দিয়ে আজও মুম্বইয়ের নায়ক-নায়িকারা বিরাট ভাবে জনপ্রিয় এই উপমহাদেশে। কিন্তু সম্প্রীতির সেই ভাবনাকে ঠেলে ফেলে ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের বের করে দেওয়ায় চেষ্টা ফের শুরু হয়ে গেল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৫
Share: Save:

এ দেশের সীমান্ত ছাপিয়ে বলিউডি সিনেমার দাপট ইসলামাবাদ, ঢাকা, কাবুলেও। দেশে-দেশে সংঘাত ছাপিয়ে দিয়ে আজও মুম্বইয়ের নায়ক-নায়িকারা বিরাট ভাবে জনপ্রিয় এই উপমহাদেশে। কিন্তু সম্প্রীতির সেই ভাবনাকে ঠেলে ফেলে ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের বের করে দেওয়ায় চেষ্টা ফের শুরু হয়ে গেল।

উরির ঘটনাকে সামনে রেখে আজ এই হুমকি দিয়েছে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস। ভারতে পাকিস্তানের প্রবাদপ্রতিম গায়ক গুলাম আলির অনুষ্ঠান করতে দেওয়া নিয়ে কিছু দিন আগেই আপত্তি তুলেছিল শিবসেনা। সেই সময়ে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আর এখন নতুন করে বিতর্ক তুলে রাজ ঠাকরের দলের হুমকি, পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়তে হবে। না হলে তাঁদের শ্যুটিং বানচাল করে দেওয়া হবে।

রাজ ঠাকরের স্ত্রী মালিনী ঠাকরে আজ জানিয়েছেন, ফওয়াদ খান ও মাহিরা খানের মতো পাকিস্তানি শিল্পীরা ভারতীয়দের কাজের সুযোগ নষ্ট করছেন। কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি অক্টোবরে মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করছেন ফওয়াদ খান। আর ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সহশিল্পী মাহিরা খান। এমএনএসের সাধারণ সম্পাদিকা মালিনী জানান, তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই দুই পাকিস্তানি শিল্পীকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। যদি তাঁরা ভারত না ছাড়েন, তা হলে কী হবে— সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমএনএস নেত্রীর মন্তব্য, ‘‘আমাদের কর্মীরা ওঁদের ধাক্কা মেরে দেশের বাইরে বের করে দেবেন। অভিনয়ের ব্যবসা এখানে আর করা যাবে না।’’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর নির্মাতা ‘ধর্মা প্রোডাকশনস’ যদিও এই হুমকি নিয়ে যদিও কোনও মন্তব্য করতে চায়নি। তবে পাকিস্তানি শিল্পীদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছে মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনার দেবেন ভারতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Pakistani actors MNS Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE