রথ থেকে গুণ্ডিচা মন্দিরে অবতরণের সময়ে বলভদ্রের বিগ্রহের পতনের জেরে বদলে গেল জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসনিক কর্তা। বছর দুয়েক ধরে ওই পদে দায়িত্বে থাকা আইএএস কর্তা বীরবিক্রম যাদবকে সরিয়ে অরবিন্দ পাধিকে ওই দায়িত্বভার দেওয়া হয়েছে। ওড়িশা সরকারের কৃষি সচিব পাধি ২০১২-১৩ সালেও জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসনিক কর্তা ছিলেন। নতুন দায়িত্বভার নিয়েই তাঁর ঘোষণা, ‘‘রথে সেবায়েতদের হাতে মোবাইল থাকা চলবে না।’’ গুণ্ডিচায় পহুণ্ডির সময়ে প্রয়োজনের অতিরিক্ত সেবায়েত থাকা সত্ত্বেও বলভদ্রের মূর্তি পড়ে দুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ ওয়াকিবহাল ভক্তমহল। মোবাইলে ছবি তোলায় বিভোর হলে ভবিষ্যতেও বিপদ ঘটতে পারে বলে অনেকের আশঙ্কা। নতুন দায়িত্ব পেয়ে নির্বিঘ্নে উল্টোরথ থেকে জগন্নাথদেবের শ্রীমন্দিরে ফেরা পর্যন্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করাই পাধির আশু কর্তব্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)