Advertisement
E-Paper

অটোয় ধাওয়া করে দুষ্কৃতীদের পাকড়াও করলেন অভিনেত্রী

একে বারে ফিল্মি কায়দায় অটোর পিছনে ধাওয়া করে দুই হেনস্থাকারীকে ধরিয়ে দিলেন মুম্বইয়ের এক উঠতি অভিনেত্রী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বান্দ্রায় পূর্ণিমা বহেল নামের ওই অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে দুই দুষ্কৃতী

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ১৪:৩৪

একে বারে ফিল্মি কায়দায় অটোর পিছনে ধাওয়া করে দুই হেনস্থাকারীকে ধরিয়ে দিলেন মুম্বইয়ের এক উঠতি অভিনেত্রী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বান্দ্রায় পূর্ণিমা বহেল নামের ওই অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে দুই দুষ্কৃতী। এমনকী, তাঁকে যৌনকর্মী ভেবে জানতে চায় তাঁর দরদামও। এক অভিযুক্ত পালিয়ে গেলেও অন্য জন এখন গরাদের ও-পারে। তার আগে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে পূর্ণিমাকে।

বৃহস্পতিবার রাতে রোজকার মতো জগিং করতে বেরিয়েছিলেন পূর্ণিমা। রাত সাড়ে ১০টা নাগাদ জগিং শেষ করে একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ফোনে কথা বলার ফাঁকে সেখানে হাজির হয় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। এর বিভিন্ন ভাবে তাঁকে বিরক্ত করা শুরু করে তারা।

পূর্ণিমার অভিযোগ, ‘‘প্রথমে এক জন এসে হঠাত্ই আমার নাম জিজ্ঞাসা করে। আমার কোনও সাহায্য দরকার কি না তাও জানতে চায়। প্রথমে আমি পাত্তা দিইনি। কিন্তু, কিছু ক্ষণ পর আরও এক জন এসে আমার পাশে বসে পড়ে। ওরা বার বার করে আমাকে বিরক্ত করতে থাকে। বিভিন্ন ভাবে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। আমি ভয় পেয়ে যাই।’’

২৬ বছরের ওই অভিনেত্রীর অভিযোগ, এর পর ওই দু’জন তাঁকে অশালীন প্রস্তাব দেয়। জানতে চায়, রাতটা তাদের সঙ্গে কাটাতে কত টাকা নেবেন তিনি। রেগে গিয়ে পূর্ণিমা তাদের পুলিশের ভয় দেখান। কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি।

ভয় পেয়ে পূর্ণিমা এর পর সাহায্যের জন্য চিত্কার করতে শুরু করেন। রাস্তায় তখন আরও অনেক জগার্সদের ভিড়। কিন্তু, সব চেঁচানোই বৃথা। কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তবে, পথচারীদের চরম অসহযোগিতাও দমাতে পারেনি পূর্ণিমাকে। টানা ১০ মিনিট টানা চিত্কারের পর গতিক সুবিধার নয় বুঝে একটা অটোয় চেপে পালানোর চেষ্টা করে। কিন্তু, হার মানেননি পূর্ণিমা। তত ক্ষণে ঠিক করে ফেলেছেন দু’জনকে উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বেন। আর একটা অটোয় চেপে ওই দু’জনকে ধাওয়া করেন তিনি।

হাই অকটেন অটো চেজের পর হিল রোডে সেন্ট অ্যান্ড্রুজ-এর কাছে টহলদারি পুলিশ অবশেষে আটকায় অভিযুক্তদের অটো। পূর্ণিমা বলেন, ‘‘ওদের অটো পুলিশি নজরদারি টপকে পালিয়েই যাচ্ছিল। সে সময় আমি অটো থেকে লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে পুলিশকে ওদের আটকাতে বলি। তার পরেই ওরা ধরা পড়ে।’’

ধরা পড়েই ভোল বদলে যায় অভিযুক্তদের। হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। অনুরোধ করতে থাকে, আর একটা সুযোগের জন্য। তাদের কথায় অবশ্য পূর্ণিমা কান দেননি। দায়ের করেন এফআইআর।

বান্দ্রা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে পুলিশের হাত গলে পালিয়েছে এক অভিযুক্ত। তারাই জানিয়েছে হরিয়ানার বাসিন্দা ধৃত অভিযুক্ত, দীনেশ যাদব পেশায় বক্সার। তাকে জেরা করে জানা গিয়েছে অভিযুক্তও বক্সার এবং হরিয়ানার বাসিন্দা।

Purnima Behl, Models, Mumbai, Molestation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy