Advertisement
E-Paper

দলের সাংসদ-বিধায়কদের ব্যাঙ্ক লেনদেনের তথ্য প্রকাশের নির্দেশ মোদীর

আবার চমক প্রধানমন্ত্রীর। গোটা দেশে বিজেপির যত সাংসদ ও বিধায়ক রয়েছেন, তাঁদেরকে ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া সব ব্যাঙ্ক লেনদেনের তথ্য প্রকাশ করার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। বিজেপি সভাপতি অমিত শাহের কাছে এই তথ্য জমা দিতে দলীয় সাংসদ ও বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৭:১১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

আবার চমক প্রধানমন্ত্রীর। গোটা দেশে বিজেপির যত সাংসদ ও বিধায়ক রয়েছেন, তাঁদেরকে ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া সব ব্যাঙ্ক লেনদেনের তথ্য প্রকাশ করার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। বিজেপি সভাপতি অমিত শাহের কাছে এই তথ্য জমা দিতে দলীয় সাংসদ ও বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি।

নোট বাতিলের পর থেকে বিরোধীদের সুর মোদীর বিরুদ্ধে যত চড়া হয়েছে, ততই সুর চড়িয়েছেন মোদী নিজেও। আচমকা ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার জেরে যাঁদের কালো টাকা বরবাদ হয়ে গিয়েছে, তাঁরাই এর বিরোধিতা করছেন বলে মোদী একাধিক বার কটাক্ষ করেছেন বিরোধীদের। পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকেও। নরেন্দ্র মোদী-অমিত শাহরা নিজেদের দলের কালো টাকা আগেভাগে ব্যাঙ্কে জমা করিয়ে নিয়েছিলেন বলে প্রথমেই অভিযোগ উঠেছিল। তার পর জমি কেনার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নিজের দলের পরিচ্ছন্নতা প্রমাণ করতে প্রধানমন্ত্রী মরিয়া। সেই কারণেই দলের সব বিজেপি সাংসদকে এবং বিভিন্ন রাজ্যের বিজেপি বিধায়কদের প্রতি নরেন্দ্র মোদীর নির্দেশ, নোট বাতিলের কথা ঘোষিত হওয়ার পর থেকে পুরনো নোট ব্যাঙ্কে জমা করার চূড়ান্ত সময়সীমার মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কী কী লেনদেন হল, তার পূর্ণাঙ্গ তথ্য দলের সভাপতি অমিত শাহের হাতে তুলে দিতে হবে।

দলীয় সাংসদ-বিধায়কদের প্রতি নরেন্দ্র মোদীর এই নির্দেশ কিন্তু বিরোধীদের মুখ বন্ধ করতে পারছে না। কংগ্রেসের বক্তব্য, নোট বাতিলের কথা ঘোষণা হওয়ার পর থেকে ব্যাঙ্কে কী লেনদেন হল, সেই হিসেব জানতে চেয়ে লাভ নেই। নোট বাতিল হওয়ার ঠিক আগে বিজেপি নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী লেনদেন হয়েছে, সেই হিসেব প্রকাশিত হোক। তা হলেই সব স্পষ্ট হয়ে যাবে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইটারে লিখেছেন, নোট বাতিলের কথা ঘোষিত হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ ১ এপ্রিল থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিজেপি আর আরএসএস-এর অ্যাকাউন্টগুলিতে কী লেনদেন হয়েছে, সাহস থাকলে সেই তথ্য প্রকাশ্যে আনুন। নোট বাতিল হয়ে যাওয়ার পর, কী লেনদেন হয়েছে, তা দেখে কিছুই বোঝা যাবে না বলে তাঁর দাবি।

আরও পড়ুন: কালো টাকা সাদা করার আরও একটি প্রকল্প ঘোষণা করল মোদী সরকার

কিছু শিল্পপতির কাছে এবং ঘনিষ্ঠ মহলের কাছে নোট বাতিলের কথা আগেই ফাঁস করে দেওয়া হয়েছিল বলে বিরোধীদের দাবি। কালো টাকার সুবন্দোবস্ত করার জন্য মোদী সরকার তাঁদের যথেষ্ট সুযোগ দিয়েছে, অভিযোগ বিরোধীদের। দলীয় সাংসদ-বিধায়কদেরকে মোদী ব্যাঙ্ক লেনদেনের হিসাব প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়ার পরেও সেই একই অভিযোগ উঠছে বিরোধী শিবির থেকে। ৮ নভেম্বরের পরে নয়, তার ঠিক আগে বিজেপি সাংসদ-বিধায়কেরা ব্যাঙ্কে কী লেনদেন করেছেন, সেই তথ্য প্রকাশ্যে আনার দাবি তোলা হচ্ছে।

Narendra Modi Instructions BJP Lawmakers Bank Details Make Public
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy