Advertisement
E-Paper

ইরাকে খুন ৩৮ ভারতীয়, জোট ভাঙার চেষ্টা বিজেপির ও আরও খবর

দীর্ঘ সাড়ে তিন বছর পর এল দুঃসংবাদটি। ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয়ের মধ্যে ৩৮ জন যে আইএসের হাতে খুন হয়েছেন, তা আজ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:১৫

দীর্ঘ সাড়ে তিন বছর পর এল দুঃসংবাদটি। ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয়ের মধ্যে ৩৮ জন যে আইএসের হাতে খুন হয়েছেন, তা আজ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সরকার জানিয়েছে, বাকি এক জনের মৃত্যু নিয়ে নিশ্চিত হওয়া কিছু সময়ের অপেক্ষামাত্র।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রঞ্জিতপুর গ্রাম এখন তোলপাড় হচ্ছে দুই সন্তানের মা, বছর আটত্রিশের নাসিমা বিবির বিদ্রোহে। স্বামী তাঁকে তিন তালাক দিয়েছিলেন। এখন মিটমাট করে আবার একত্রে থাকতে চান। কিন্তু শরিয়তের বিধান, স্বামীর কাছে ফিরতে হলে অন্য পুরুষকে বিয়ে করে তিন মাস কাটিয়ে ফের তালাক নিয়ে ফিরতে হবে, যাকে বলে ‘নিকাহ্ হালালা’। তাতেই বেঁকে বসেছেন নাসিমা বিবি।

গত কালই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গড়িয়ে দিয়েছেন কংগ্রেসকে বাদ রেখে বিরোধী জোট তৈরির বল। এ হেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেই কাজে লাগিয়ে বিরোধীদের ফ্রন্ট ভাঙতে উদ্যত বিজেপি নেতৃত্ব।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• স্ত্রীর মৃত্যু, নিজের গলা কাটলেন বৃদ্ধ

উমাদেবী বলেন, ‘‘আমরা মাত্র ১৫-২০ মিনিটের জন্য গিয়েছিলাম। তার মধ্যেই এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললেন দাদা! কী ভাবে এটা করলেন! স্ত্রীকে খুব ভালবাসতেন। তাঁর চলে যাওয়ার শোকটা বোধহয় সামলাতে পারেননি।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

• এই একা হওয়া আমাদের প্রার্থিত ছিল না তো!

এখন যখন পৃথিবীতে জনসংখ্যা হেমন্তের শ্যামাপোকার মতো গিজগিজে, তখন মানুষ যে কেন আরোতরো একা হয়ে যাচ্ছে, তার জবাব কে দেবে! এখন আমাদের বাস নিজস্ব বুদ্বুদের মধ্যে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• মাছের খাওয়ার মুরগিই মানুষের খাদ্য!

নিউ মার্কেটে অভিযান চালাতে গিয়ে মরা মুরগি বিক্রির ঘটনা নজরে পড়ে পুরসভার ভেজাল প্রতিরোধী টিমের। সবিস্তার পড়তে ক্লিক করুন

• শিক্ষকের কটূক্তি, কেরল জুড়ে তরমুজ-প্রতিবাদ

কদর্যতার নতুন নজির গড়লেন কেরলের এক কলেজশিক্ষক। কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের টি জওহর মুনাব্বির নামে ওই শিক্ষকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ধোনি শ্রেষ্ঠ ছাত্র, আমি পড়ুয়া, বলছেন কার্তিক

কলম্বোয় শেষ বলে ছয় মেরে দলকে চ্যাম্পিয়ন করার পরে ভারতীয় ক্রিকেটে তাঁকে দেখা হচ্ছে নতুন ‘ফিনিশার’ হিসেবে। সবিস্তার পড়তে ক্লিক করুন

Mormimg News Wrap Sudhma Swaraj Iraq ISIS BJP Narendra Modi NDA Parliament
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy