Advertisement
০২ মে ২০২৪
National News

সাংসদের মৃত্যু, তবে বাজেট পেশ হচ্ছে আজই

সাময়িক জটিলতা কাটিয়ে আজই পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। কেরলের সাংসদের হঠাত্ মৃত্যুতে প্রাথমিক ভাবে শঙ্কা তৈরি হয়েছিল বাজট এক দিন স্থগিত রাখা হবে কি না। তবে সেই শঙ্কা আপাতত কেটে গিয়েছে। সূত্রের খবর, আজই পেশ হচ্ছে বাজেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩১
Share: Save:

সাময়িক জটিলতা কাটিয়ে আজই পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। কেরলের সাংসদের হঠাত্ মৃত্যুতে প্রাথমিক ভাবে শঙ্কা তৈরি হয়েছিল বাজট এক দিন স্থগিত রাখা হবে কি না। তবে সেই শঙ্কা আপাতত কেটে গিয়েছে। সূত্রের খবর, আজই পেশ হচ্ছে বাজেট।

মঙ্গলবার সকালে বাজেট অধিবেশন চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন কেরলের মুসলিম লিগের সাংসদ ই আহমদ। তারপর থেকেই ভর্তি ছিলেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানেই মঙ্গলবার রাত ২টো ১৫ নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। আপাতত তাঁর মরদেহ এইমসে রাখা হয়েছে। বিকালের দিকে কেরলে নিয়ে যাওয়া হবে তাঁর ৭৬ বছরের এই প্রবীণ সাংসদের দেহ। সাধারণ নিয়ম অনুয়ায়ী, কোনও সাংসদের মৃত্যু হলে এক দিনের জন্য মুলতবী রাখা হয় সংসদের অধিবেশন। ফলে আহমদের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়ে যায় বাজেট পেশ। এক দিনের জন্য বাজেট স্থগিত রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় লোকসভার অধ্যক্ষের উপর। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, “সাধারণত এ ক্ষেত্রে এক দিন স্থগিত থাকে অধিবেশন। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার।”

সংবিধান বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, বাজেট স্থগিত না-ও করতে পারে কেন্দ্র। এ ক্ষেত্রে প্রয়াত সাংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু ক্ষণ কাজ বন্ধ রেখে পেশ করা যেতেই পারে বাজেট। এ ক্ষেত্রে কোনও আইনি বাধাও নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মনমোহন সিংহ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আহমেদ। কেরলের সাংসদ থাকার পাশাপাশি ভারতীয় মুসলিম লিগের সভাপতিও ছিলেন তিনি। গতকাল হাসপাতালে ভর্তি চিকিত্সাধীন অসুস্থ আহমদের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন প্রয়াত সাংসদের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আহমেদের পুত্র, কন্যা ও জামাই।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী, রাহুল গাঁধী, বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ও আহমেদ পটেল তাঁকে হাসপাতালে দেখতে যান।

কেরলের মলাপ্পুরম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন ই আহমদ।

আরও পড়ুন: নোট বাতিলে বৃদ্ধির হার নেমে আসতে পারে ৬.৫ শতাংশে, কবুল কেন্দ্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

E Ahmed Union Budget 2017 Loksabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE