‘ইয়ে সির্ফ ট্রেলার হ্যায়’…। অর্থাৎ সবে তো শুরু। মুকেশ অম্বানীর বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে থেকে বিস্ফোরক বোঝাই পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার এক হুমকি চিঠি ঘিরে রহস্য আরও দানা বেঁধেছে।
উদ্ধার হওয়া সেই চিঠিটি শুক্রবার প্রকাশ্যে এনেছে মুম্বই পুলিশ। চিঠিতে অম্বানী পরিবারের উদ্দেশে লেখা, ‘এ তো সবে ট্রেলার। নীতা বৌদি, মুকেশ ভাই, এটা শুধুমাত্র একটা ঝলক। পরের বার এই বিস্ফোরকই তৈরি অবস্থায় তোমাদের বাড়িতে পাঠাব। সব বন্দোবস্ত হয়ে গিয়েছে’। (ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়। নীতা ভাবী, মুকেশ ভাইয়া, ফ্যামিলি ইয়ে তো সির্ফ এক ঝলক হ্যায়। আগলি বার ইয়ে সামান পুরা হোকর তুমহারে পাস আয়েগা অওর পুরা ইন্তেজাম হো গায়া হ্যায়।)
বৃহস্পতিবার মুকেশ অম্বানীর বাড়ির সামনে দীর্ঘ ক্ষণ একটা সবুজ রঙের পরিত্যক্ত স্করপিও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রাই। পুলিশ এসে গাড়িটি তল্লাশি করতেই উদ্ধার হয় ২০টি জিলেটিন স্টিক। তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমন একটা ভিভিআইপি এলাকায় কী ভাবে এবং কারা ওই বিস্ফোরক বোঝাই গাড়ি রেখে গেল, তা নিয়ে যখন তদন্ত শুরু হয়েছে, ঠিক সেই সময়েই পুলিশের হাতে আসে হুমকি চিঠিটি। গাড়ির ভিতর থেকেই চিঠিটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।