মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বৃহস্পতিবারই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধার হয়েছে। কারা রেখেছে, কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেই ঘটনার কয়েক ঘণ্টায় মধ্যেই এ বার যাত্রিবাহী ট্রেনে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়াল কেরলের কোঝিকোড়ে।
রেল পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কেরলের কোঝিকোড় স্টেশনে চেন্নাই-মঙ্গলাপুরম এক্সপ্রেসে এক মহিলার কাছ থেকে ১০০টি জিলেটিন স্টিক এবং ৩৫০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে। এই ঘটনায় রমানি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলা তামিলনাড়ুর বাসিন্দা। ট্রেনের আসনের নীচে এই বিপুল পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রেখেছিলেন তিনি। প্রাথমিক জেরায় পুলিশের কাছে মহিলা দাবি করেছেন, কুয়ো খোড়ার জন্য এই বিস্ফোরকগুলো নিয়ে যাচ্ছিলেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলা যে দাবি করছেন তার সঙ্গে জিলেটিন স্টিকের কী সম্পর্ক, তা খতিয়ে দেখা হচ্ছে।