সাংসদ নভনীত রানা এবং তাঁর ‘বাহুবলী’ স্বামী রবির হুমকি প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের নিরাপত্তা বাড়াল পুলিশ। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে, মুম্বই পুলিশের তরফে রানা দম্পতিকে নোটিশও পাঠানো হয়েছে।
নির্দল সাংসদ নভনীত এবং তাঁর স্বামী তথা নির্দল বিধায়ক রবি ঘোষণা করেছিলেন, শনিবার তাঁর উদ্ধবের বাসভবন মতোশ্রীর সামনে হনুমান চালিশা পড়বেন। নভনীত বলেন, ‘‘প্রয়াত বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের আদর্শ থেকে বিচ্যূত হয়েছেন তাঁর ছেলে। তাই আমাদের এই সিদ্ধান্ত।’’ এর পরেই সক্রিয় হয় মুম্বই পুলিশ।
সম্প্রতি, ধর্মস্থানে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করেছে বালাসাহেবের ভাইপো রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। রানা দম্পতি সেই আন্দোলনকে সমর্থন করেছেন।