Advertisement
৩০ এপ্রিল ২০২৪
COVID-19

COVID-19: মুম্বইয়ে আবারও চোখ রাঙাচ্ছে কোভিড, ফেব্রুয়ারির পর চলতি বছরে সর্বোচ্চ নতুন আক্রান্ত

আসন্ন বর্ষার আগে কোভিডের বাড়বাড়ন্তে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর কর্তারা।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ জুন ২০২২ ১৭:৩১
Share: Save:

নতুন করে কোভিডের আক্রমণে মুম্বই। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে কোভিডে আক্রান্ত হয়েছেন আরও ৫০৬ জন। চলতি বছরে ফেব্রুয়ারির পর যা সবচেয়ে বেশি। পাশাপাশি, মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ৭১১।

আসন্ন বর্ষার আগে কোভিডের বাড়বাড়ন্তে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর কর্তারা। কোভিডের মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় টিকাদান প্রক্রিয়ায় গতি বাড়াতে নির্দেশ জারি করেছে বিএমসি। বুধবার সংবাদমাধ্যমে বিমএসি জানিয়েছে, শহরে কোভিডের দৈনিক সংক্রমণ হার বেড়েছে ৬ শতাংশ। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৬। তবে গত ২৪ ঘণ্টায় তা ৫০০-র ঘর ছাড়িয়েছে।

সংক্রমণ রুখতে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে বিএমসি। পাশাপাশি, মুম্বইয়ের হাসপাতালগুলিকে জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন বিএমসি কর্তৃপক্ষ। তাঁদের আশঙ্কা, ‘‘বর্ষা প্রায় আসন্ন। এর মধ্যেই কোভিড রোগীদের সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। উপসর্গযুক্ত রোগীদের সংখ্যা দ্রুত গতিতে বাড়তে পারে।’’

কোভিডের সংখ্যায় রাশ টানতে ১২-১৮ বছর বয়সিদের টিকাদার কর্মসূচিতে গতি আনতে চায় বিএমসি। পাশাপাশি, বয়স্কদের বুস্টার দেওয়ার জন্য তৎপর হয়েছে তারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

COVID-19 corona Coronavirus in India mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE