Advertisement
E-Paper

মন্দির-মন্তব্যের জন্য কড়া নিন্দা ভাগবতের

ল’ বোর্ডের মতে, অযোধ্যা-মামলার চূড়ান্ত শুনানির ঠিক এগারো দিন আগেই সরসঙ্ঘচালকের ওই মন্তব্য আসলে সুপ্রিম কোর্টের প্রতি হুমকি ও দেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৪:০৪
আরতি: কুরুক্ষেত্রে মোহন ভাগবত। শনিবার। ছবি: পিটিআই।

আরতি: কুরুক্ষেত্রে মোহন ভাগবত। শনিবার। ছবি: পিটিআই।

আরএসএস-প্রধান মোহন ভাগবত দেশের শীর্ষ আদালতকেও চ্যালেঞ্জ করছেন বলে অভিযোগ আনল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। অযোধ্যার বিতর্কিত জমিতে শুধুমাত্র রাম মন্দিরই হবে বলে গত কাল মন্তব্য করেছেন মোহন ভাগবত। তার পরে এই প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল বলে মনে করছে বিজেপি-বিরোধী দলগুলি। ল’ বোর্ডের মতে, অযোধ্যা-মামলার চূড়ান্ত শুনানির ঠিক এগারো দিন আগেই সরসঙ্ঘচালকের ওই মন্তব্য আসলে সুপ্রিম কোর্টের প্রতি হুমকি ও দেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা।

গত কাল উদুপিতে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ‘ধর্ম সংসদ’-এ আরএসএস-প্রধান বলেন, ‘‘রাম জন্মভূমিতে আমাদের রামমন্দিরই বানাতে হবে। আর তা হবে ওখানকারই পাথর দিয়ে। ২০-২৫ বছর ধরে যাঁরা এই লড়াই লড়ছেন, মন্দির বানাবেন তাঁরাই।’’

আরও পড়ুন: নিজের ইচ্ছায় মুসলিম হয়েছি, প্রকাশ্যে ঘোষণা হাদিয়ার

তার পরেই এই ঘটনায় নিয়ে ল’ বোর্ডের সঙ্গে এক সুরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক তথা উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানির দাবি, এই মন্তব্যে ভাগবত সুপ্রিম কোর্ট, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন। জিলানির কথায়, ‘‘সংবিধান অনুযায়ী, দেশের সর্বোচ্চ হচ্ছে সুপ্রিম কোর্ট। ফলে অযোধ্যার ওই জমিতে নির্মাণ হবে কি না, তা বিচার করে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালতই। তাই এমন মন্তব্য সুপ্রিম কোর্ট ও ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করেছে।’’

একই সুর হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির গলাতেও। গত কালই তিনি মন্তব্য করেছিলেন, ভাগবত যা বলেছেন, তা দেশের পক্ষে তো বটেই, শীর্ষ আদালতের পক্ষেও তা খারাপ। ওয়াইসির মতে, আসলে এ সব বলে সুপ্রিম কোর্টের শুনানির উপরে চাপ তৈরি করে রাখতে চাইছে আরএসএস।

ভাগবতের মন্তব্যের পরেই ওয়াইসি বলেছিলেন, ‘‘আরএসএস এ ভাবে আগুন নিয়ে খেলতে চাইছে।’’ তাঁর অভিযোগ, সামনেই গুজরাতে ভোট। ফলে অযোধ্যা নিয়ে এমন ‘জঘন্য’ মন্তব্য করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি এবং আরএসএস। শুধু তা-ই নয়, আগামী ৫ ডিসেম্বর বাবরি মসজিদ নিয়ে শুনানি হবে। তাই তার আগে বিজেপি আর সঙ্ঘ মিলে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে।

Mohan Bhagwat RSS Muslim Law Board মোহন ভাগবত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy