নাগা জঙ্গি ধরা পড়ল শিলচরে। জিরিঘাট থেকে গাড়িতে শহরে পৌঁছতেই আসাম রাইফেলস জওয়ানরা তাকে গ্রেফতার করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জওয়ানরা শিলচরের রংপুর স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। গাড়ি এসে থামতেই গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পুলিশ সুপার রজবীর সিংহ জানান, ধৃত লালবং পাও এনএসসিএন খাপলাং গোষ্ঠীর সদস্য। বাড়ি মণিপুরের তামেংলং জেলায়। কী উদ্দেশে শিলচরে এসেছিল, কার কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সে সব জানতে জিজ্ঞাসাবাদ চলছে।