অবশেষে খোঁজ মিলল উধাও হয়ে যাওয়া টাকার। টাকার সঙ্গে খোঁজ মিলল তার ‘নিখোঁজ’ মালিকেরও। আটক হলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই।
নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে বুধবার পাওয়া সাড়ে তিন কোটি টাকা নিয়ে রহস্য ঘনীভূত হতে শুরু করেছিল গতকালই। ঘটনায় জড়িত সন্দেহে দিল্লিতে আটক করা হয় ওই টাকা সরিয়ে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত, বিহারের মুঙ্গেরের ব্যবসায়ী অমরজিৎ সিংহকে।
বুধবার তাঁর সঙ্গে ছিলেন নাগাল্যান্ডের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর জামাই আনাতো জিমোমি। আনাতোর প্রসঙ্গে তখন থেকেই মুখে কুলুপ এঁটেছিল দিল্লি পুলিশ। অবশেষে এ দিন আটক করা হয়েছে জিমোমিকে। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা জিমোমির হাতে বাজেয়াপ্ত টাকা তুলে দেয়। নাগাল্যান্ডের এল এল ডঙ্গেল এ দিন বলেন, “সিআইএসএফ টাকা উদ্ধার করলেও তা আয়কর দফতরের হাতে তুলে দেয়নি। তার কারণ জিমোমি তাদের আয়কর দফতরেরই একটি নোটিশ দেখিয়েছিল। সেই টাকার পুরোটাই উদ্ধার হয়েছে।”