সানার রাজনৈতিক পোস্ট। তাকে ঘিরে বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া হাতের ক্যাপটেন্সি আর বিতর্কের জের কাটতে না কাটতেই টুইট করলেন দক্ষিণী অভিনেত্রী নাগমা!
নাগমা সানা আর সৌরভ দুজনের উদ্দেশেই টুইট করেন। টুইটে সানার রাজনৈতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে সরাসরি সৌরভকে বলেন, “সানা একজন প্রাপ্ত বয়স্ক নাগরিক। তার ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনই তার স্বাধীন মত সর্বত্র প্রকাশের অধিকারও আছে। সৌরভ যেন সানাকে বাধা না দেন বরং তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে বাবা হিসেবে উৎসাহিত করেন।” টুইটে সানাকে তার রাজনৈতিক মত প্রকাশের জন্য অভিনন্দন জানান নাগমা।
প্রসঙ্গত ২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই সময় কেরিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেননি। ফলে রহস্য দানা বাধে আরও বেশি। সাধারণ ক্রিকেটপ্রেমীদের কৌতুহলের শেষ নেই। প্রশ্ন একটাই, সত্যি কি সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার মধ্যে কোনও সম্পর্ক ছিল? তার বেশ কিছু দিন পর গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। তিনি বলেন, “সব কিছুর ঊর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার চেয়ে এবং একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল।” কিন্তু এ বার কোনও রাখঢাক না করে সানা আর সৌরভের উদ্দেশে টুইট করলেন নাগমা।