Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Narendra Modi

Narendra Modi: জলবায়ু সম্মেলনে স্পষ্ট মোদী-বেনেট রসায়ন

তাঁদের প্রাথমিক বাক্যবিনিময়ের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পরস্পরের হাত জড়িয়ে রেখেছেন।

নরেন্দ্র মোদীর সঙ্গে নাফটালি বেনেট।

নরেন্দ্র মোদীর সঙ্গে নাফটালি বেনেট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ০৭:৩৭
Share: Save:

পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারী ইজ়রায়েলি সংস্থার সঙ্গে কেন্দ্রের সংযোগ নিয়ে বিরোধীরা উত্তাল হয়েছিলেন সংসদের বাদল অধিবেশনে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করে দাবি জানিয়ে এসেছেন পেগাসাস কাণ্ড নিয়ে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রীর জবাবদিহির। আর আজ গ্লাসগোতে ‘সিওপি-২৬’ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেটের সঙ্গে ঘনিষ্ঠ হাসি রঙ্গে মাততে। সম্পর্কের ঘন রসায়নও নজরে পড়েছে কূটনৈতিক শিবিরের।

তাঁদের প্রাথমিক বাক্যবিনিময়ের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পরস্পরের হাত জড়িয়ে রেখেছেন। বেনেট বলছেন, “আপনি ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আসুন আমাদের দলে যোগ দিন!” এই প্রশংসাবাক্যে হাসিতে ফেটে পড়েছেন নরেন্দ্র মোদী। এই বছর জুন মাসে প্রধানমন্ত্রী পদে বসার পরে মোদীর সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল বেনেটের। প্রথম দিনই বেনেট বুঝিয়ে দিয়েছেন, মোদী সরকারের সঙ্গে তাঁদের যে সখ্যের অতীত রয়েছে, তা নতুন জমানাতেও অব্যহত থাকবে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উচ্চ প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে দু’টি দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে দুই নেতার।’’ বেনেট টুইট করে বলেছেন, “আমার পূর্বসূরীর সঙ্গে সহযোগিতার যে দুর্দান্ত রাস্তাটি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন চেহারা দেওয়াটাই হবে আমাদের লক্ষ্য। মহাকাশ, উচ্চ প্রযুক্তি, নিরাপত্তা, জলবায়ু-প্রযুক্তির মতো ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব।’’ বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্য, ‘‘আগামী বছরে ভারত-ইজ়রায়েল সম্পর্কের ৩০
বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে বেনেটকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। বেনেট জানিয়েছেন তিনি অন্য পদে থাকাকালীন তিন বার ভারতে এসেছেন। ২০২২ সালে আসার আমন্ত্রণও গ্রহণ করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi israel Pegasus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE