প্রতিবেশী বলয়ে সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যেই সীমান্তবর্তী রাষ্ট্র ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আজ এক ধাপ এগোলো নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের থিম্পু সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে ১০২০ মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের (পুংটাসাংচু-২) উদ্বোধন হল। পাশাপাশি ভুটানকে কম সুদে ৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করল ভারত।
রাজা জিগমে খেসার নমগ্যেল ওয়াংচুক, চতুর্থ রাজা জিগমে সিঙ্গয়ে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী সেরিং টোবগয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘এই দিনটি শুধু ভুটানের জন্য নয়, বরং পৃথিবীজুড়ে শান্তির পক্ষে যাঁরা বিশ্বাসী, তাঁদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এ’দিনটি ‘গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভ্যাল’ এবং চতুর্থ রাজা জিগমে সিঙ্গয়ে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে।’’ মোদী আরও জানান, তাঁর জন্মস্থান গুজরাতের বডনগর এবং কর্মস্থল উত্তরপ্রদেশের বারাণসী, উভয়ই বৌদ্ধ ধর্মের প্রতি গভীর সম্পর্কে জড়িত। তিনি ঘোষণা করেন, ভারত সরকার বারাণসীতে একটি ভুটানি মন্দির এবং অতিথিশালা নির্মাণের জন্য জমি দেবে। ‘সংযুক্তিই সুযোগ সৃষ্টি করে এবং সুযোগ সৃষ্টি করে সমৃদ্ধি’— এই নীতিকে সামনে রেখে মোদী ভারত এবং ভুটানের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বাড়ানোর নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন আজ। তিনি বলেন, ‘‘গেলেফু এবং সামতসে শহরকে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যাতে ভুটানের কৃষক ও শিল্পপতিদের জন্য বাণিজ্য প্রবাহ সহজ হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)