Advertisement
E-Paper

ইন্দিরার রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে মোদী, সামনে নেহরু! ছুঁতে পারবেন কি প্রথম প্রধানমন্ত্রীর মাইলফলক?

নরেন্দ্র মোদীর সামনে রয়েছেন শুধু জহরলাল নেহরু। ভারত স্বাধীনতা লাভের পর তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী। মোদীর মতোই টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১১:৪৭
Narendra Modi becomes 2nd longest serving Prime Minister, breaks Indira Gandhi\\\\\\\\\\\\\\\'s record

(বাঁ দিক থেকে) ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী এবং জহরলাল নেহরু। —ফাইল চিত্র।

ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। সামনে শুধু জওহরলাল নেহরু!

শুক্রবার পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে নিরবচ্ছিন্ন ভাবে ৪,০৭৮ দিন দায়িত্ব পালন করলেন মোদী। ছাপিয়ে গেলেন ইন্দিরার নিরবচ্ছিন্ন ভাবে প্রধানমন্ত্রী থাকার মেয়াদ (৪,০৭৭ দিন)-এর সময় কাল। ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪,০৭৭ দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু-কন্যা। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার নজির গড়লেন মোদী।

এখন মোদীর সামনে রয়েছেন শুধু নেহরু। ভারত স্বাধীনতা লাভের পর তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী। টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত, ৬,১৩১ দিন টানা প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। তবে তাঁর রেকর্ড ভাঙতে হলে মোদীকে পাঁচ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকতে হবে।

অনেকের মতে, এই সাফল্য মোদীর রাজনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক অধ্যায়। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন মোদী। ২০১৪ সালে লোকসভা নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত সেই দায়িত্ব সামলান তিনি। ২০১৪ সাল থেকে টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন মোদী। তিনিই ভারতের একমাত্র সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে টানা তৃতীয় বার লোকসভা নির্বাচন জিতেছে এনডিএ।

Narendra Modi jawaharlal nehru Indira Gandhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy