Advertisement
E-Paper

৬,৮০০ কিলোগ্রামের কেক কাটা হল কার জন্মদিনে?

৬৮ বছরের জন্মদিনের কারণেই এই কেকের এমন ওজন ও মাপ, জানিয়েছেন উদ্যোক্তারা। ৬৮০ জন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর এই বিশাল কেকটি খেলেন ৬৮,০০০ জন অতিথি। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১১
এই কেক কেটেই পালন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন।

এই কেক কেটেই পালন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন।

৬৮০ ফুট লম্বা এবং ৬,৮০০ কিলোগ্রাম ওজনের একটি কেক। এ ভাবেই বিরল নজির গড়ল সুরাত। উপলক্ষ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিন। গুজরাতের সুরাতে একটি ‘গ্র্যান্ড’ অনু্ষ্ঠানে কাটা হল সেটি। ৬৮ বছরের জন্মদিনের কারণেই এই কেকের এমন ওজন ও মাপ, জানিয়েছেন উদ্যোক্তারা। ৬৮০ জন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর এই বিশাল কেকটি খেলেন ৬৮,০০০ জন অতিথি। পরস্পরকে কেক খাইয়ে পালন করলেন প্রধানমন্ত্রীর জন্মদিন।

সুরাতের ভেসুতে স্বর্ণভূমি পার্টি প্লটে মোদীর জন্মদিন পালন করা হয় সোমবার। প্রায় ১,১৫০ কিলোগ্রাম ময়দা এবং ১,৫৫০ কিলোগ্রাম চিনি ৬,৮০০ কেজি কেক তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এই কেক বানানোর জন্য ছিলেন বিশেষ শেফ। কেকে ২২৫ কিলোগ্রাম প্রোটিন, ১,১৫০ কিলোগ্রাম কোকো পাউডার, ২৫ কিলোগ্রাম ক্যারামেল, ১,৬৭৫ কিলোগ্রাম হুইপড ক্রিম, ৮৫০ কিলোগ্রাম চকোলেট চিপ, ৩৫০ কিলোগ্রাম তেল এবং ১২৫ কিলোগ্রাম কেক জেল ব্যবহার করা হয়েছিল। ২০ জন শেফ-সহ ৫০ জন কেকটি ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ ঘন্টার মধ্যে তৈরি করে ফেলেন।

আরও পড়ুন: দেহরাদূনের বোর্ডিংয়ে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করল তারই সিনিয়ররা!

এই অনুষ্ঠানের আয়োজক রাজেশ জৈন বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে তাঁর জন্য বিশেষ কিছু করার স্বপ্ন আমাদের ছিল।তাই এই ভাবনা।’’ ওই দিন সরসানা কনভেনশন সেন্টারে ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন, এমন ১,২২১ জনের বেশি মানুষরাও কেক কেটেছেন রেকর্ড তৈরি করার জন্য। এই অনুষ্ঠানটির নাম ছিল অতুল্য শক্তি। তামিলনাড়ুতে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করেছে সদ্যোজাতদের সোনার আংটি দিয়ে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ও তাঁর মন্ত্রিপরিষদ সহকর্মী মুখতার আব্বাস নকভি বিশাল ৫৬৮ কিলোগ্রামের লাড্ডু তৈরি করিয়েছিলেন মোদীর জন্মদিন উপলক্ষ্যেই।

আরও পড়ুন: মু্খ্যসচিব নিগ্রহের ঘটনায় সমন কেজরীদের বিরুদ্ধে

কর্মকর্তারা বলেন, মোদী জন্মদিনে বারাণসীর বিশ্বনাথের মন্দিরে প্রার্থনা করেছেন, পুজো দিয়েছেন। পরবর্তীতে কিছু স্কুল পড়ুয়াদের সঙ্গে "চলো জিতে হ্যায়" দেখেছেন। এটি মোদীর জীবন থেকে অণুপ্রাণিত একটি সিনেমা। তাঁর জন্মদিনে অন্যরকম ভাবনা ছিল। তার থেকেই এ রকম কেক কাটার আয়োজন।

Record Narendra Modi Surat নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy