প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাগনানি উপহার দিয়েছিলেন একটি ধাতুর নৌকো। ৫ হাজার টাকা থেকে নিলাম হাঁকা শুরু হল। দাম উঠল ১৫ হাজার টাকায়।
দলিতদের প্রতি মোদী সরকারের অবিচার নিয়ে সরব হয়ে সম্প্রতি বিজেপি ছেড়েছেন উত্তরপ্রদেশের সাংসদ সাবিত্রী ফুলে। তিনি একটি গৌতম বুদ্ধের মূর্তি উপহার দিয়েছিলেন মোদীকে। সেটাও নিলামে উঠল। তবে কেউই কিনলেন না।
নিলামের সময় একদম পিছনের সারিতে বসেছিলেন গেরুয়া সংগঠন হিন্দু সেনার রাষ্ট্রীয় উপাধ্যক্ষ সুরজিত যাদব। দিল্লির কেরল ভবনে গোমাংস বিক্রি হচ্ছে বলে অভিযোগ তুলে একবার অশান্তি পাকিয়েছিল হিন্দু সেনা। এমনকি ক’দিন আগেই তারা রানি ভিক্টোরিয়ার মৃত্যুবার্ষিকীও ঘটা করে পালন করেছে। কারণ ভিক্টোরিয়ায় আমলেই এ দেশে মুসলিম শাসন শেষ হয়। সেই হিন্দু সেনার শীর্ষ নেতাই এ দিন নিলামে বিভিন্ন জিনিসের জন্য সবথেকে বেশি দর হাঁকলেন। বেশ কিছু জিনিস মহা-উৎসাহে কিনেও ফেললেন।