উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি এবং মণিপুরে ঐতিহ্যবাহী উত্তরীয় পরে ২৬ জানুয়ারি জাতীয় যুদ্ধ স্মারকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ন্যাশানাল ক্যাডেট কোর (এনসিসি)-এর বার্ষিক অনুষ্ঠানে তাঁকে দেখা গেল পঞ্জাবী পাগড়ি পরে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এক সময় এনসিসি-এর ক্যাডেট ছিলেন। শুক্রবার নয়াদিল্লির করিয়াপ্পা মাঠে এনসিসি-র একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি এই তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি গর্বিত যে এক সময় আমি এনসিসি ক্যাডেট ছিলাম। প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা আমি পেয়েছি তাতে আমার দেশের প্রতি দায়িত্ববোধ গভীর হয়েছে।’’ ভাষণে প্রধানমন্ত্রী স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘‘করিয়াপ্পার মাঠে আমি সেই উদ্যাপনের উদ্দীপনা দেখতে পাচ্ছি।’’