Advertisement
E-Paper

কোহালির চ্যালেঞ্জের জবাব দিলেন মোদী, এ বার ফিটনেস দেখাতে হবে কুমারস্বামীকে

এ দিন দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়োতে ‘লাইক’ পড়েছে সাড়ে ছেচল্লিশ হাজারেরও বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১৬:১৯
নিজের শরীরচর্চার ছবি টুইট করেছেন প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজের শরীরচর্চার ছবি টুইট করেছেন প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

খালি পা। গলায় লাল-সাদা উত্তরীয়। পরনে কালো ট্র্যাকস্যুট। কখনও হাত উপরে তুলে হাঁটছেন। কখনও বা একটি গাছের পাশ দিয়ে গোল হয়ে ঘুরছেন। আবার কখনও একটি এবড়োখেবড়ো পাথরের উপর বসে ধ্যানরত। এক সময় তার উপর চিৎ হয়ে শুয়ে নমস্কারের ভঙ্গিতে স্ট্রেচ করছেন। তো দাঁড়িয়ে প্রাণায়াম। দেড় মিনিটের একটি ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ভাবেই দেখল সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে বিরাট কোহালিকেও নিজের ফিটনেসের নমুনা দেখালেন। মাসখানেক আগেই যে মোদীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিরাট কোহালি!

গত মে মাসে বিরাটের ছোড়া সেই চ্যালেঞ্জের জবাব দিতে সাতসকালে নিজের শরীরচর্চার ছবি টুইটারে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকাল ৯টা নাগাদ টুইটারে নিজের ওই ভিডিয়ো পোস্ট করেই থেমে থাকেননি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কর্নাটকের সদ্যনির্বাচিত মুখ্যমন্ত্রী জেডি(এস) এইচ ডি কুমারস্বামীর দিকেও।

পাশাপাশি, ২০১৮-র কমনওয়েলথ গেমসের পদক জয়ী টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা এবং চল্লিশোর্ধ আমলাদেরও একই চ্যালেঞ্জ করেছেন মোদী। এ দিন দুপুর পর্যন্ত ওই ভিডিয়োতে ‘লাইক’ পড়েছে সাড়ে ছেচল্লিশ হাজারেরও বেশি।

টুইটারে মোদী লিখেছেন, “এই হল সকালবেলায় আমার শরীরচর্চার কিছু মুহূর্ত। যোগব্যায়াম ছাড়াও ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম— এই পঞ্চভূত বা প্রকৃতির পাঁচটি উপাদানে অনুপ্রাণিত হয়ে গড়া একটি রাস্তা ধরে হাঁটি আমি। এটা সত্যিই রিফ্রেশিং। আর আমাকে পুরুজ্জীবিতও করে। এগুলি ছাড়া, বেশ কিছু প্রাণায়ামও করি। #হামফিটতোইন্ডিয়াফিট।”

আরও পড়ুন
ফের ধাক্কা খেল বিজেপি, কর্নাটকের জয়ানগরেও জিতল কংগ্রেস

সকালে উঠে এ ভাবেই ব্যায়াম করেন নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ঘণ্টাখানেক পরেই অবশ্য এর জবাব দিয়েছেন কুমারস্বামী। সঙ্গে একটু ব্যঙ্গের খোঁচাও। মোদীর চ্যালেঞ্জ স্বীকার করে কুমারস্বামীর পাল্টা টুইট, “প্রিয় মোদীজি, আমি সম্মানিত। এবং আমার স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয়, এটা সকলের কাছেই জরুরি। আর এ বিষয়ে আমার পুরোপুরি সমর্থন রয়েছে। যোগব্যায়াম ও ট্রেডমিল করাটা আমার প্রতি দিনের শরীরচর্চার অঙ্গ। তবুও, রাজ্যের স্বাস্থ্য নিয়ে আমি বেশি চিন্তিত। এবং এ নিয়ে আপনার সহযোগিতা চাই।”

ফিটনেসের প্রতি প্রধানমন্ত্রীর উৎসাহের কথা অজানা নয়। বছরে এক বার তোড়জোড় করে আন্তর্জাতিক যোগ দিবস পালনে উদ্যোগী হওয়া বা রেডিয়োতে ‘মন কি বাত’, অনুষ্ঠানে যোগব্যায়ামের সপক্ষে মুখ খোলা— সবই করেছেন মোদী। এ বার নিজের ফিটনেসের নমুনা দিয়ে কথাও রাখলেন!

Narendra Modi Virat Kohli Fitness Challenge H.D. Kumaraswamy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy