২০২১-কে স্বাগত জানিয়ে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডলে ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়োর সঙ্গে হিন্দি কবিতা ‘অভি তো সূরজ উগা হ্যয়’ (এই তো সূর্য উঠল) পোস্ট করা হয়।
সরকারি টুইটারে কবিতার ইংরেজি শিরোনাম, ‘দ্য সান হ্যাজ জাস্ট রাইজন’। টুইটারে লেখা হয়েছে, ‘নতুন বছরের প্রথম দিনটি শুরু করুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর লেখা মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক কবিতা অভি তো সূরজ উগা হ্যয় দিয়ে’।