Advertisement
০৩ মে ২০২৪

বিদ্যুৎ-বিতর্কে মোদী বিঁধলেন রাহুলকে

রাহুলের উদ্দেশে মোদীর মন্তব্য, ‘‘আপনি মনমোহনকে অশ্রদ্ধা করতে পারেন, তাঁর অর্ডিন্যান্স ছিড়ে ফেলতে পারেন, কিন্তু নিজের মায়ের কথাটা তো মানবেন। আর আমাকে কৃতিত্ব দিতে হবে না। যে কর্মীরা লড়াই করে দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছচ্ছেন, তাঁদেরও তো কৃতিত্ব দিচ্ছেন না।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০১:৪৩
Share: Save:

বিদ্যুৎ-বিতর্কে কংগ্রেসের জবাব দিতে এ বার মনমোহন সিংহ ও সনিয়া গাঁধীর প্রতিশ্রুতিকে টেনে আনলেন নরেন্দ্র মোদী।

দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন— মোদীর এই দাবির পরেই ঢাক পেটাতে নেমেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর রাহুল গাঁধী একে কটাক্ষ করেছেন ‘এক অওর ঝুট’ বলে। কর্নাটকের ভোট-প্রচারে গিয়ে আজ এর জবাব দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহই বলেছিলেন, ২০০৯-এর মধ্যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবেন। আর ২০০৫-এ সনিয়া বলেছিলেন, ২০০৯-এর মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন।’’ রাহুলের উদ্দেশে মোদীর মন্তব্য, ‘‘আপনি মনমোহনকে অশ্রদ্ধা করতে পারেন, তাঁর অর্ডিন্যান্স ছিড়ে ফেলতে পারেন, কিন্তু নিজের মায়ের কথাটা তো মানবেন। আর আমাকে কৃতিত্ব দিতে হবে না। যে কর্মীরা লড়াই করে দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছচ্ছেন, তাঁদেরও তো কৃতিত্ব দিচ্ছেন না।’’ কংগ্রেসের দাবি, দেশের ৯৭ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছেছিল ইউপিএ সরকার। এখন ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছেই কৃতিত্ব নিচ্ছেন মোদী। প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘‘এত প্রতিশ্রুতির পরেও কংগ্রেসকে পুরো কাজটা করতে কে বারণ করেছিল? ২০১৪ পর্যন্ত ঘরে ঘরে তো দূর, দেশের সব গ্রামেই বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি মনমোহন সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE