Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বালাকোট নিয়ে প্রশ্ন! আক্রমণাত্মক মোদী

বালাকোটের ঘটনা নিয়ে প্রশ্ন তোলায় আজ ফের কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে এক হাত নিলেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের নয়ডায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়ডা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০১:৫৪
Share: Save:

বালাকোটের ঘটনা নিয়ে প্রশ্ন তোলায় আজ ফের কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে এক হাত নিলেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের নয়ডায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সেখানে একটি জনসভাও ছিল তাঁর। বক্তৃতায় মূলত কংগ্রেসই ছিল তাঁর নিশানায়।

কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি বাহিনীর কনভয়ে জঙ্গি হামলার কয়েক দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ভারতীয় বায়ুসেনা। কিন্তু নিহত জঙ্গিদের সংখ্যা নিয়ে প্রথম থেকেই নানা বিভ্রান্তি ছড়িয়েছে। বালাকোটের সেই অভিযান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে আসছে কংগ্রেস। হামলার প্রমাণও চেয়েছেন একাধিক কংগ্রেস নেতা। আজ বক্তৃতায় আগাগোড়া কংগ্রেসের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, কিছু দুর্নীতিগ্রস্তই বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে প্রশ্ন তুলছে। তাঁর দাবি, গোটাটাই করা হচ্ছে ভোট পাওয়ার জন্য। মোদীর কথায়, ‘‘সন্ত্রাস দমনে এখন নতুন রীতি নিয়েছে ভারত। ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরেই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তার পর থেকেই ভারত জঙ্গিদের বোঝাতে পেরেছে তাদের সঙ্গে ঠিক কী ভাষায় কথা বলা উচিত।’’

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পরে তৎকালীন কংগ্রেস সরকারের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন তুলেছেন মোদী। তাঁর প্রশ্ন, ‘‘একটা সরকার যে কিছুই করে না, তাকে কি আপনারা মেনে নেবেন?’’ মোদীর বক্তব্য, সেই সময়েই জঙ্গিদের জবাব দিতে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত ছিল মনমোহন সিংহের সরকারের। বলেছেন, ‘‘মুম্বই হামলায় যে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে, তার প্রমাণও তো ছিল। তখনই যদি সরকার জঙ্গিদের উচিত শিক্ষা দিত, তা হলে তারা এতটা বাড়াবাড়ি করার সাহস পেত না। অথচ সরকার কী করল? চুপ করে থাকল। আমি জানি সেই সময়েও সেনা বাহিনী পাকিস্তানে গিয়ে হামলা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কিছুই করা হয়নি।’’

আরও পড়ুন: চোর ফেরত দিল! বয়ান বদলে প্রশ্ন

তবে মুম্বই হামলা নিয়ে মোদীর আক্রমণের জবাব আজ পাল্টা দিয়েছেন রাহুল গাঁধীও। জইশ নেতা মাসুদ আজহারকে কারা ভারতের জেল থেকে মুক্তি দিয়েছিল, কর্নাটকের জনসভায় সেই প্রশ্ন তুলেছেন রাহুল। পুলওয়ামা কাণ্ডের জন্য পরোক্ষে বিজেপিই দায়ী বলে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণের পরে বন্দিদের ছাড়াতে মাসুদকে মুক্তি দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE