দু’বছর আগে, মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মহম্মদ মুইজ়জ়ু ক্ষমতায় আসার পরে থেকেই ভারতের সঙ্গে সে দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। তবে মুইজ়্জ়ুর ভারত সফরের পর থেকেই সেই সম্পর্কে ধারাবাহিক উন্নতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মলদ্বীপ সফরে তা আরও স্পষ্ট হল।
এ বছর মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রধান অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন মুইজ়্জ়ু। তা গ্রহণও করেছিলেন মোদী। আজ রাজধানী মালেতে সেই অনুষ্ঠানের উদ্যাপনে উপস্থিত ছিলেন মোদী। পাশেই দেখাগিয়েছে মুইজ়্জ়ুকে।
দু’দিনের ব্রিটেন সফর শেষে গত কাল মালেতে পৌঁছন তিনি। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট মুইজ়্জ়ু ছাড়াও ভাইস প্রেসিডেন্ট উজ় হুসেন মহম্মদ, আবদুল রহিম আবদুল্লা এবং প্রাক্তন প্রেসিডেন্ট নাসিদের সঙ্গেও দেখা করেন তিনি। গত কাল, মলদ্বীপ সফরের প্রথম দিন মুইজ়্জ়ুর সঙ্গে বৈঠকের পরে মলদ্বীপকে ৪৮৫০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেন মোদী। আগামী দিনে যে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি হতে পারে, সেই ইঙ্গিতও মিলেছে মুইজ়্জ়ু-মোদীর সাক্ষাতে।
বস্তুত, গত বছর জানুয়ারিতে চিন সফর থেকে ফিরেই ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে নয়াদিল্লিকে তাঁদের দেশ থেকে সেনা প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছিলেন মুইজ়্জ়ু। এমন নির্দেশের জেরে ভারত-মলদ্বীপ সম্পর্কের আরও অবনতি হতে থাকে। বিতর্ক বাড়ে যখন মোদীর লক্ষদ্বীপ সফরকে কটাক্ষ করে মন্তব্য করেন মলদ্বীপের কিছু মন্ত্রী। মলদ্বীপ বয়কটের ডাকও দেন বহু ভারতীয়। দু’দেশের মধ্যে সম্পর্ক যত খারাপ হতে থাকে, ততই মলদ্বীপের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকে। পরিস্থিতি বুঝে অবশেষে ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতির দিকে নজর দেন মুইজ্জু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)