দেশের সবচেয়ে সরকার নিয়ন্ত্রিত পরমাণু শক্তি ক্ষেত্রও এ বার বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হবে বলে ফের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এটি একটি ‘ঐতিহাসিক পরিবর্তন’। প্রধানমন্ত্রীর বক্তব্য, এই উদ্যোগে দেশের উদ্ভাবনী ক্ষেত্রে গতি আসবে, শক্তি ক্ষেত্র আরও জোর পাবে এবং অত্যাধুনিক পরমাণু প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে ভারত।
আজ হায়দরাবাদে ‘স্কাইরুট এরোস্পেস’-এর নতুন ক্যাম্পাসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র (স্যাটেলাইট লঞ্চ ভেহিকল)‘বিক্রম-১’ রকেটটিরও উদ্বোধন করেন তিনি। সেখানে পরমাণু শক্তি ক্ষেত্রে বেসকারি বিনিয়োগে প্রসঙ্গ টানেন তিনি। মোদী বলেন, ‘‘এই প্রথম ভারত পরমাণু শক্তি ক্ষেত্র বেসকারি সংস্থাগুলির সামনে খুলে দিচ্ছে।’’ তাঁর ব্যাখ্যা, এতে ছোট থেকে বড়, আধুনিক পরমাণু শক্তি ক্ষেত্রগুলি কাজের সুযোগ পাবে।
পরমাণু শক্তি আইন, ১৯৬২ মেনে এত দিন পরমাণু শক্তি ক্ষেত্র পুরোপুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল।সবটাই দেখত পরমাণু শক্তি দফতর (ডিএই)। সেখান থেকে মোদীর এ দিনের ঘোষণা সরকারি নীতিতে উল্লেখযোগ্য বদল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)