Advertisement
০৮ মে ২০২৪
Bihar Assembly Election 2020

আজ বিহারে ৪ জনসভা, টুইট করে ‘জনতার আশীর্বাদ’ চাইলেন মোদী

ছাপড়া থেকে এ দিন জনসভা শুরু মোদীর। এর পর সমস্তিপুর, মোতিহারি এবং বাগাহা-তে পর পর সভা করার কথা।

আজ বিহারে পর পর চারটি জনসভা নরেন্দ্র মোদীর।— ফাইল চিত্র

আজ বিহারে পর পর চারটি জনসভা নরেন্দ্র মোদীর।— ফাইল চিত্র

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১০:০০
Share: Save:

বিহারে দ্বিতীয় দফার নির্বাচন ৩ নভেম্বর। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার ফের ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বিহারে পর পর ৪টি জনসভা রয়েছে তাঁর। নিজেই টুইট করে এ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন মোদী। পাশাপাশি, বিহারের জনতার ‘আশীর্বাদ’ও চেয়েছেন।

শনিবার রাতে প্রধানমন্ত্রী টুইট করেন, ‘আগামিকাল আমি বিহারবাসীর মধ্যে থাকব। গণতন্ত্রের এই বৃহত্তম উৎসবে আমি জনতার আশীর্বাদ চাই’। এ দিন কোথায় তাঁর জনসভা রয়েছে তাও জানিয়েছেন মোদী। লালুপ্রসাদ যাদবের ঘাঁটি হিসাবে পরিচিত ছাপড়া থেকে এ দিন জনসভা শুরু মোদীর। এর পর সমস্তিপুর, মোতিহারি এবং বাগাহা-তে পর পর সভা করার কথা। বিহারে ইতিমধ্যেই ৪টি জনসভা করেছেন মোদী। ৩ দফার নির্বাচনে সব মিলিয়ে মোট ১৬টি জনসভা করার কথা তাঁর।

দ্বিতীয় দফার ভোটের প্রাকমুহূর্তে প্রধানমন্ত্রীর বিহার সফর নিয়ে খোঁচা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি পাল্টা টুইট করেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিহারে ভোট প্রচারে আসছেন... বিহারের মানুষ আশাবাদী যে তিনি তাঁর বক্তব্যে মূল ইস্যুগুলির কথা তুলবেন যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে’।

আরও পড়ুন: বাড়ছে যাত্রী দুর্ভোগ, সকাল-বিকেলে লোকাল ট্রেন চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

আরও পড়ুন: শাহের সফরে কি চমক দল বদলের?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Assembly Election 2020 Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE