জন্মদিনে শুভেচ্ছা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি। দিন যখন শেষ হতে চলল তখন শুভেচ্ছা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। রাত পৌনে ১০টা নাগাদ নিজের টুইটার হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁকে দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।’
মোদী টুইট করার কয়েক মিনিট পরই সেই টুইটের জবাব দেন তৃণমূল সুপ্রিমো। মমতা লেখেন, ‘শুভেচ্ছার জন্য সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানায়।’