কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার। মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। চিকিৎসা চলাকালীন শনিবার হাসপাতালে মৃত্যু হয়েছে এই দু’জনের।
ওড়িশার বোলাঙ্গির জেলার বাসিন্দা যোগেন্দ্র। জানা গিয়েছে, গত ২৩ জুলাই বেশ কয়েক জন পড়ুয়া এবং যোগেন্দ্র রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি কুকুর যোগেন্দ্র-সহ মোট ছ’জনকে কামড়ায়। তাঁদের সকলকে বোলাঙ্গির জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তাঁদের। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বুরলাতে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, চিকিৎসায় চার জন সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যোগেন্দ্র এবং হৃষীকেশ রানা নামে এক ব্যক্তির চিকিৎসা চলছিল। শনিবার দু’জনের মৃত্যু হয়েছে। গত মাসেই উত্তরপ্রদেশে রাজ্যস্তরের এক কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির মৃত্যু হয়েছিল কুকুরের কামড়ে। একটি কুকুরছানাকে উদ্ধার করার সময়ে সেটি তাঁকে কামড়ে দিয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে জলাতঙ্কের টিকাও নেননি তিনি। কিছু দিন পর থেকেই তাঁর শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
গত মাসেই কেন্দ্র দেশে কুকুরের কামড়ের একটি পরিসংখ্যান দিয়েছে। ২০২৪ সালেই কুকুরের কামড়ের ৩৭ লক্ষ ঘটনা নথিভুক্ত হয়েছে।