Advertisement
E-Paper

আমলা স্তরে বড়সড় রদবদল নীতীশের

একইসঙ্গে ২৮জন আইএএস এবং ৪০জন আইপিএস অফিসারের রদবদল করে চমকও দিলেন নীতীশ। সোমবার দু’জন প্রিন্সিপাল সেক্রেটারি ও সাত জন জেলাশাসক-সহ মোট ৬৮ জন আমলাকে রদবদল করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ০৮:৪৫
মন্ত্রিসভার পর এ বার প্রশাসনেও বড়সড় বদল আনলেন নীতীশ। ছবি: পিটিআই

মন্ত্রিসভার পর এ বার প্রশাসনেও বড়সড় বদল আনলেন নীতীশ। ছবি: পিটিআই

মন্ত্রিসভা গোছানোর কাজ শেষ করেই এ বার প্রশাসন ঢেলে সাজানোয় মন দিলেন বিহারের ‘নয়া’ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে ২৮জন আইএএস এবং ৪০জন আইপিএস অফিসারের রদবদল করে চমকও দিলেন নীতীশ। সোমবার দু’জন প্রিন্সিপাল সেক্রেটারি ও সাত জন জেলাশাসক-সহ মোট ৬৮ জন আমলাকে রদবদল করা হয়েছে। পুলিশ সুপার বদল হয়েছে মোট ১১টি জেলায়। এর মধ্যে রয়েছেন গুপ্তাশ্বর পাণ্ডে, অনিল কিশোর যাদব, কেশট্রানিল সিংহ, জীতেন্দ্র রানা, আনসুইয়া রানা সিংহ শাহ, বালা প্রসাদ, কে কে পাঠক, আমির সুভানি, চঞ্চল কুমার, ব্রিজেশ মেহরোতরা, অতীশ চন্দ্র, কে সেন্থিল কুমার, রাজেশ কুমার, প্রতিমা কুমার বর্মার মতো পদস্থ আধিকারিকরা।

চমকটা শুরু হয়েছিল হপ্তা খানেক আগে। হঠাৎই নাটকীয় ইস্তফা। ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ। বদল শুধুমাত্র জোট সঙ্গীর। আরজেডি-র হাত ছেড়ে বিজেপির সঙ্গ ধরে নিজের কুর্সিটি অক্ষত রেখেছেন নীতীশ কুমার। ষষ্ঠ বার বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। নতুন মন্ত্রিসভাও তৈরি করে ফেলেছিলেন যুদ্ধকালীন তৎপরতায়। ২৯ সদস্যের সেই মন্ত্রিসভায় রয়েছেন বিজেপি-র ১৩জন এবং জেডিইউ-র ১৫জন মন্ত্রী।

Nitish Kumar Bihar IAS IPS Administrative Reshuffle নীতীশ কুমার বিহার পটনা Bihar Chief Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy