Advertisement
E-Paper

বাংলা ও তামিলনাড়ুতে ২০২৬ সালে সরকার গড়ব আমরাই! দলীয় বৈঠকে বললেন শাহ, জবাব দিল তৃণমূল-ডিএমকে

বাংলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জম্মু-কাশ্মীরে পহেলগাঁও কাণ্ড এবং ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভা করেছেন। এসেছিলেন শাহও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৯:২৬
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

২০২৬ সালে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে। দলীয় বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জম্মু-কাশ্মীরে পহেলগাঁও কাণ্ড এবং ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন। আলিপুরদুয়ারে সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন। ঠিক তার পরেই শাহ এসেছিলেন বাংলায়। কলকাতার নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন করেছেন তিনি। আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল তার পাল্টা জবাব দিয়েছেন শাহকে। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সভা করে যাওয়ার পর অব্যবহিত পরেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর দলও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

সেই আবহে ফের বাংলা দখলের হুঁশিয়ারি দিলেন শাহ। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে শাহ বলেন, ‘‘১০০ শতাংশ তামিলনাড়ুর ডিএমকে সরকার। ২০২৬ সালে বাংলা এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে।’’

পাল্টা তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এগুলো ওঁদের দিবাস্বপ্ন। এই কথাগুলো তো উনি ২০২১ সাল থেকে বলে যাচ্ছেন। উনি একবার করে বিজেপি কর্মীদের এ রকম প্রতিশ্রুতি দিয়ে যান। তার পরে গোহারা হারেন।’’ কুণালের কটাক্ষ, ‘‘তামিলনাড়ুতে শুধু ওইটুকু বললেন কেন? জিতবেন বলে দাবি করেও ২০২১ সালে যে পশ্চিমবঙ্গে গোহারা হেরেছিলেন, সে কথাও তো বলা উচিত ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যে এখানে গোহারা হেরেছেন, সে কথাও ওখানে গিয়ে বলা উচিত ছিল।’’

তামিলনাড়ুর সরকারি সংস্থা তাসম্যাকের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়েও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে বিঁধেছেন শাহ। তাঁর দাবি, ২০২১ সালে স্ট্যালিন যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও তিনি পূরণ করতে পারেননি।

শাহের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে ডিএমকে-ও। দলের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লা বলেন, ‘‘ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে, বিজেপি হয়তো আমেরিকাতেও সরকার গড়তে পারবে। কিন্তু তামিলনাড়ুতে কোনও সম্ভাবনাই নেই।’’

Amit Shah BJP TMC MK Stalin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy