বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার গডসে মন্তব্য নিয়ে বিতর্ক সবে থিতিয়েছে। এ বার জওহরলাল নেহরু সম্পর্কে রুচিহীন মন্তব্য করে বসলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী। দেশের স্বাধীনতা সংগ্রামী তথা সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে ‘সবচেয়ে বড় ধর্ষক’ বলে উল্লেখ করলেন তিনি।
হায়দরাবাদ, উন্নাও-সহ দেশ জুড়ে একের পর এক ধর্ষণ এবং মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ভারত এখন গোটা বিশ্বে ‘ধর্ষণের রাজধানী’ বলে পরিচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাহুলের সেই মন্তব্যের সামালোচনা করতে গিয়েই রবিবার মাত্রা ছাড়ান সাধ্বী প্রাচী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘ভারতকে ধর্ষণের রাজধানী বলে বেড়াচ্ছেন রাহুল গাঁধী। ওঁর লজ্জা হওয়া উচিত। নেহরুই তো সবচেয়ে বড় ধর্ষক ছিলেন।’’