দেশে কোভিডের দৈনিক সংক্রমণের দিক থেকে ফের এক নম্বরে চলে এল মহারাষ্ট্র। এরই সঙ্গে এক দিনে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৫১ শতাংশ। সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার একধাক্কায় আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ জন। মুম্বই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৬০। আক্রান্তের ৮৯ শতাংশ উপসর্গহীন বলেও প্রশাসন জানিয়েছে।
একইসঙ্গে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের কোভিড বুলেটিন অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে যার মধ্যে ৫২ জন রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়েছে।