Advertisement
E-Paper

নয়া জঙ্গিদল, আতঙ্ক ডিমা হাসাওয়ে

সাবেক উত্তর কাছাড় পার্বত্য জেলাতথা বতর্মান ডিমা হাসাও জেলায় এ বার নতুন আতঙ্ক নবগঠিত জঙ্গি বাহিনী ডিমা হাসাও ন্যাশনাল আর্মি (ডিএইচএনএ)। ফের নতুন করে আত্মপ্রকাশ করা এই জঙ্গি বাহিনী অপহরণ, তোলাবাজি করে এক প্রকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। মূলত মাইবাং মহকুমার বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মী, ব্যবসায়ী, শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের কাজে নিযুক্ত নির্মাণ সংস্থাগুলির কাছে অর্থ দাবি করে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ডিএইচএনএ-র তরফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০৩:৫০

সাবেক উত্তর কাছাড় পার্বত্য জেলাতথা বতর্মান ডিমা হাসাও জেলায় এ বার নতুন আতঙ্ক নবগঠিত জঙ্গি বাহিনী ডিমা হাসাও ন্যাশনাল আর্মি (ডিএইচএনএ)। ফের নতুন করে আত্মপ্রকাশ করা এই জঙ্গি বাহিনী অপহরণ, তোলাবাজি করে এক প্রকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। মূলত মাইবাং মহকুমার বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মী, ব্যবসায়ী, শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের কাজে নিযুক্ত নির্মাণ সংস্থাগুলির কাছে অর্থ দাবি করে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ডিএইচএনএ-র তরফে। মাইবাং-খেপ্রে রোডে নির্মাণ কাজ তদারকির জন্য কিছুদিন আগে পূর্ত বিভাগের একদল অফিসার সেখানে যান। এর পরই মোবাইলে তাঁদের কাছে অর্থ দাবি করে ফোন আসা শুরু হয়। কোনও মতো সেখান থেকে ফিরে এলেও এখন আর কেউই তদারকি কাজে সেখানে যেতে চাইছেন না। এক সময় ডিএইচডি বাহিনীর আতঙ্কে ডিমা হাসাও জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে ডিএইচডি বাহিনী অস্ত্র সমপর্ণ করে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে সমাজের মূলস্রোতে ফিরে আসার পর ডিমা হাসাও জেলায় ফিরে এসেছিল শান্তি। কিন্তু এই নবগঠিত জঙ্গি বাহিনী পুনরায় অশান্ত করে তুলতে চাইছে পাহাড়ি জেলাকে। গোয়েন্দা সূত্রের বক্তব্য, এর পিছনে রয়েছে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন(আইএম)।

জেলার পুলিশ সুপার জি ভি শিবপ্রসাদ বলেন, ‘‘মাইবাং মহকুমার লাংটিং, হাতিখালি ও অসম-নাগাল্যান্ড সীমাবর্তী খেপ্রে, হাজডিসা, টঙ্গিক্রো প্রভৃতি অঞ্চলে ডিএইচএনএ বাহিনী সক্রিয়। দুর্গম অঞ্চল হওয়ার জন্য নাশকতা চালিয়ে নিরাপত্তা বাহিনী পৌঁছবার আগেই তারা নাগাল্যান্ডে পালিয়ে যাচ্ছে।’’

militant Dima Hasao police Nagaland mobile money Silchar IM NSCN
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy