Advertisement
E-Paper

সস্তার স্মার্ট বিদ্যুত্ মিটার আনছে কেন্দ্র, দাম হাজারের নীচে

হরিয়ানাতেও এই স্মার্ট বিদ্যুত্ মিটার আনা হচ্ছে বলে জানান গয়াল। কী ভাবে এই মিটারের প্রয়োগ হবে সে বিষয়ে রাজ্যগুলোর সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৭:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিদ্যুতের মিটারের জন্য গ্রাহকদের আর অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এ বার সস্তার মিটার আনতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন: কুম্বকোনাম অগ্নিকাণ্ড: বেকসুর খালাস সাত অভিযুক্ত

আরও পড়ুন: বফর্স মামলা ফেরাতে সরকারের অনুমতি চাইল সিবিআই

লোকসভায় কেন্দ্রীয় বিদ্যুত্‌মন্ত্রী পীযূষ গয়াল জানান, গ্রাহকদের কথা মাথায় রেখে তারা এ বার সস্তার স্মার্ট বিদ্যুত্ মিটার আনার চিন্তাভাবনা করছেন। এখন একটি বিদ্যুত্ মিটারের জন্য গ্রাহককে ১০-১৫ হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু নতুন এই প্রকল্প চালু হলে সেই মিটারের জন্য গ্রাহককে এই পরিমাণ খরচের বোঝা বহন করতে হবে না। এক হাজার টাকার নীচেই মিলবে সেই মিটার। গয়াল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উদাহরণ টেনে আনেন। সে রাজ্যে নতুন স্মার্ট বিদ্যুত্ মিটার ইতিমধ্যেই চালু হয়েছে। গয়ালের মতে, এ ধরনের স্মার্ট মিটারের মাধ্যমেই বিদ্যুত চুরি এবং রিডিংয়ের কারচুপি আটকানো সম্ভব হবে। হরিয়ানাতেও এই স্মার্ট বিদ্যুত্ মিটার আনা হচ্ছে বলে জানান গয়াল। কী ভাবে এই মিটারের প্রয়োগ হবে সে বিষয়ে রাজ্যগুলোর সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র। বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে এবং গ্রাহকদের বিলের বোঝা কমাতে আগেই সস্তার এলইডি বাল্ব এনেছিল কেন্দ্র। এ বার নতুন স্মার্ট মিটার এনে বিদ্যুতের চুরি আটকানোর চেষ্টা করছে কেন্দ্র।

Smart Meter Modi Gvt Electricity Electric Meter Piyush Goyal পীযূষ গয়াল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy